Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাজারও আফগান নাগরিককে দেশে ফেরত পাঠাল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক
২১ এপ্রিল ২০২৫ ০৯:১৬ | আপডেট: ২১ এপ্রিল ২০২৫ ১০:২৪

পাকিস্তান ছাড়ছেন আফগান শরণার্থীরা। ছবি: সংগৃহীত

চলতি মাসে ১৯ হাজার ৫০০ জনের বেশি শরণার্থী আফগানকে দেশে ফেরত পাঠিয়েছে পাকিস্তান। আফগানদের পাকিস্তান ত্যাগের নির্ধারিত সময়সীমা ৩০ এপ্রিল পর্যন্ত নির্ধারণ করা থাকলেও এর আগেই ৮০ হাজারের বেশি আফগান পাকিস্তান ছেড়েছেন।

নথিবিহীন আফগান ও যাদের অবস্থান করার অস্থায়ী অনুমতি ছিল, তাদের বহিষ্কার করার পদক্ষেপ জোরদার করেছে ইসলামাবাদ। অতিরিক্ত শরণার্থীর চাপ তারা আর বহন করতে পারছে না বলে ইসলামাবাদ জানিয়েছে।

বিজ্ঞাপন

তালেবান কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিদিন ৭০০ থেকে ৮০০ আফগান পরিবারকে ফেরত পাঠাচ্ছে পাকিস্তান।

আগামী কয়েক মাসের মধ্যে ২০ লাখ আফগান শরণার্থীকে ফেরত পাঠানো হবে বলে ধারণা করা হচ্ছে। তালেবান কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার শনিবার কাবুল যান।

আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির কান মুত্তাকি শরণার্থী আফগানদের ফেরত পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

সারাবাংলা/এসডব্লিউ

আফগান শরণার্থী দেশ ত্যাগ পাকিস্তান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর