ঢাকায় বৃষ্টি, বিপাকে অফিসগামীরা
২১ এপ্রিল ২০২৫ ০৯:৩৫ | আপডেট: ২১ এপ্রিল ২০২৫ ১১:০৮
ঢাকা: ঘণ্টা খানেক অন্ধকার থেকে শুরু হয়েছে ঝুম বৃষ্টি। বৃষ্টি এমন সময় শুরু হয়েছে যখন কর্মজীবিদের অফিসে যাওয়ার সময়। হঠাৎ বৃষ্টির কারণে অনেকেই আটকা পড়েছেন বিভিন্ন স্থানে। ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীরাও। বিশেষ করে ১০টায় যাদের এসএসসি পরীক্ষা, তারা যথা সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।
সোমবার (২১ এপ্রিল) সকাল ৯টার দিকে শুরু হয় বৃষ্টি। টিকাটুলি, মতিঝিল, মানিকনগর, যাত্রাবাড়ি এলাকায় ঘন কালো মেঘ করে বৃষ্টি নেমেছে। বৃষ্টির কারণে অনেকে যানবাহন সংকটে পড়েছে।
গোপীবাগে নীড় শপিং কমপ্লেক্সের সামনে দাঁড়িয়ে ব্যাংক কর্মকর্তা হাসিবুর রহমান। তিনি সারাবাংলাকে বলেন, ‘এমন সময় বৃষ্টি নেমেছে যে কোনোদিকেই যেতে পারছিনা। না পারছি ঘরে ফিরতে, না পারছি অফিসে যেতে। নেই কোনো রিকশা। একই স্থানে দাড়িয়ে স্কুল শিক্ষার্থী মেহজাবিন। তার মা বলেন, ‘কামরুন্নাহার বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্র। কাছে বলে নয়টায় বেরিয়েছি। এখন দেখি দশটায়ও পৌঁছাতে পারবো না।’
বৃষ্টির সঙ্গে বইছে ঝড়ো বাতাস। সেই সঙ্গে বিদ্যুৎ চমকাচ্ছে। যদিও আবহাওয়া অধিদফতর বলছে, এটি গ্রীষ্মের স্বাভাবিক বৃষ্টিপাত। এই বৃষ্টি শুধু ঢাকাতেই নয়, এর পূর্বাভাস রয়েছে সারাদেশে। এই বৃষ্টির কারণে এ সময় তাপমাত্রা কমতে পারে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।
এদিকে সোমবার (২১ এপ্রিল) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসময় সারাদেশে দিন এবং রাতের তাপামাত্রা ১ থেকে ২ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
মঙ্গলবারও (২২ এপ্রিল) সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারাদেশে দিন এবং রাতের তাপামাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আর বুধবার ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, বৃহস্পতিবারও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারাদেশে দিন এবং রাতের তাপামাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। অর্থাৎ পুরো সপ্তাহজুড়েই বৃষ্টিপাত থাকতে পারে বরং আরও বাড়তে পারে।
সারাবাংলা/জেআর/এসডব্লিউ