Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইয়েমেনে আবারও যুক্তরাষ্ট্রের বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক
২১ এপ্রিল ২০২৫ ১০:০২ | আপডেট: ২১ এপ্রিল ২০২৫ ১১:৫৯

ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলা অব্যাহত। ছবি: সংগৃহীত

ইয়েমেনের হোদেইদাহ বন্দর ও বিমানবন্দরে ১৩টি বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর দুই দিন আগে হোদেইদাহর রাস ইসা বন্দরে যুক্তরাষ্ট্রের হামলায় অন্তত ৮০ জন নিহত ও ১৫০ জনের বেশি আহত হয়েছিলেন।

এর আগে শনিবার (১৯ এপ্রিল) রাজধানী সানার আল-থাওরা, বানি মাতার ও আল-সাফিয়া এলাকায় মার্কিন হামলায় তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের চলমান হামলা সত্ত্বেও হুতিরা আরও অভিযান চালানোর হুমকি দিয়েছে।

কয়েক সপ্তাহ আগে হুতিদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। যুক্তরাষ্ট্র বলছে, আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ লোহিত সাগর রুটে জাহাজ চলাচলে হুতিদের হুমকি বন্ধ করতেই এ হামলা।

সারাবাংলা/এসডব্লিউ

ইয়েমেনে মার্কিন বিমান হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর