‘ম্যাক্সওয়েল ও লিভিংস্টোন আইপিএলে ছুটি কাটাতে আসে’
২১ এপ্রিল ২০২৫ ১১:১০
ফ্র্যাঞ্চাইজি লিগে দুজনই বেশ হাই প্রোফাইল নাম। আইপিএলেও তাই বড় অংকের টাকায় দল পেয়েছিলেন তারা। গ্লেন ম্যাক্সওয়েল ও লিয়াম লিভিংস্টোন অবশ্য নিজেদের নামের সঙ্গে মোটেও সুবিচার করতে পারছেন না। বাজে ফর্মে থাকা দুই ব্যাটারের সমালোচনায় সাবেক ভারতীয় ক্রিকেটার বীরেন্দর শেবাগ বলছেন, ম্যাক্সওয়েল ও লিভিংস্টোন হয়তো আইপিএলে ছুটি কাটাতে আসেন!
এবারের নিলামে ৪ কোটি ২০ লাখ রুপিতে ম্যাক্সওয়েলকে দলে নেয় পাঞ্জাব। মৌসুমের নিজের প্রথম ম্যাচেই গোল্ডেন ডাক মারেন তিনি। দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ের সুযোগই পাননি। এরপর রাজস্থানের বিপক্ষে ৩০, চেন্নাইয়ের বিপক্ষে ১ ও হায়দরাবাদের বিপক্ষে ৩ রান ও কলকাতার বিপক্ষে ৭ রান করেছেন এই অজি অলরাউন্ডার। এরপরই দলে জায়গা হারান তিনি।
ম্যাক্সওয়েলের মতো মোটা অংকে লিভিংস্টোনকে কিনেছিল বেঙ্গালুরু। ৮ কোটি ৭৫ লাখ রুপিতে দলে নিলেও লিভিংস্টোন এই মৌসুমে এখন পর্যন্ত আলো ছড়াতে পারেননি।
এখন পর্যন্ত ৭ ম্যাচে ৬ ইনিংসে লিভিংস্টোনের হাফ সেঞ্চুরি আছে মাত্র একটি। সবশেষ তিন ইনিংসে দুই অংকই ছুঁতে পারেননি তিনি। এতে ম্যাক্সওয়েলের মতো দলে জায়গা রাখিয়েছেন লিভিংস্টোনও।
ক্রিকবাজ আয়োজিত এক অনুষ্ঠানে ম্যাক্সওয়েল ও লিভিংস্টোনের সমালোচনা করে শেবাগ বলেন, ‘আমার মনে হয় তাদের দুজনের ভালো করার ক্ষুধা চলে গেছে। তারা এখানে কেবল ছুটি কাটাতে আসে। অবকাশ উপভোগ করে দেশে ফিরে যাবে, দলের জন্য তাদের কোনো ভালোবাসা নেই। দলকে তারা কখনোই শিরোপা জেতাতে পারেনি। তারা শুধু বড় বড় কথাই বলে! তাদের মধ্যে মরিয়া ভাব দেখিনি আমি।’
সারাবাংলা/এফএম