গিলেস্পির বেতন এখনো পরিশোধ করেনি পিসিবি!
২১ এপ্রিল ২০২৫ ১২:০৬
পাকিস্তান ক্রিকেট দলের টেস্ট ফরম্যাটের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন প্রায় ৫ মাস হলো। লম্বা সময় পেরিয়ে গেলেও জেসন গিলেস্পি ও পিসিবির দ্বন্দ্বটা যেন শেষই হচ্ছে না। এবার গিলেস্পি অভিযোগ করেছেন, এখনো তার পাওনা পরিশোধ করেনি পাকিস্তান ক্রিকের বোর্ড!
২০২৪ সালের এপ্রিলে লাল বলের কোচের দায়িত্ব পান গিলেস্পি। কোচের দায়িত্ব নেওয়ার পর থেকেই পিসিবির সঙ্গে সম্পর্কটা ভালো যাচ্ছিল না সাবেক এই অজি পেসারের। শেষ পর্যন্ত পাকিস্তান দলের সঙ্গে বেশিদিন কাজ করতে পারেননি তিনি। গত বছরের ডিসেম্বরেই কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন গিলেস্পি।
পাকিস্তান দলকে বিদায় বলার পর থেকেই পিসিবির বিরুদ্ধে সরব গিলেস্পি। বিশেষ করে পিসিবির অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে বেশ কয়েকবার মুখ খেলেছেন তিনি। পিসিবির কর্মকর্তাদের নানা আচরণ নিয়ে সমালচনায় মুখর গিলেস্পি এবার জানালেন, তার বেতনটাও ঠিকঠাক পরিশোধ করা হয়নি, ‘আমি পাকিস্তান ক্রিকেটের প্রতি কোনো রকমের বিরূপ মনোভাব পোষণ করি না। তবে এখনো আমি আমার প্রাপ্য অর্থের অপেক্ষায় আছি।’
গিলেস্পির আশা, দ্রুতই তাকে পাওনা টাকা বুঝিয়ে দেবে পিসিবি, ‘আমার পারিশ্রমিকের এখনো কিছু বাকি আছে। আশা করি দ্রুতই ব্যাপারটির মীমাংসা হবে। এটা হতাশাজনক। তবে এর সমাধান দ্রুতই হবে বলে আমি আশাবাদী।’
গিলেস্পির এমন অভিযোগের জবাবে পিসিবির পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি।
সারাবাংলা/এফএম