Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সন্ধ্যার মধ্যে আট জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২৫ ১২:৩২ | আপডেট: ২১ এপ্রিল ২০২৫ ১৭:৩১

ছবি: সারাবাংলা

ঢাকা: আজ সন্ধ্যা ৬টার মধ্যে দেশের আট জেলার ওপর দিয়ে ঝড় বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সে জন্য সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলো ১ নম্বর সতর্কবার্তা দেখাতে বলা হয়েছে। পাশাপাশি বজ্রপাত মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছে আবহাওয়া অধিদফতর।

সোমবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, টাংগাইল, ফরিদপুর, কুমিল্লা, নোয়াখালী এবং চট্টগ্রাম অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা সই বজ্রপাত নিয়ে জারি করে আরেক সতর্কবার্তায় বলা হয়েছে, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২ থেকে ৪ ঘণ্টার মধ্যে রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, বরগুনা, ভোলা, ফেনী, কুমিল্লা, ব্রাহ্মনবাড়িয়া ও চট্টগ্রাম জেলাগুলো ওপর দিয়ে অস্থায়ীভাবে প্রতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা তার অধিক বেগে দমকা/ঝড়ো হাওয়া ও বজ্রপাতসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।

এ সময়ে এই বজ্র ঝড় এড়াতে কিছু পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদফতর। সেগুলো হলো-

  • বজ্রপাত হলে ঘরের মধ্যে থাকা,
  • জানালা ও দরজা বন্ধ রাখা,
  • সম্ভব হলে যাত্রা এড়িয়ে চলুন,
  • নিরাপদ আশ্রয়ে আশ্রয় নিন,
  • গাছের নিচে আশ্রয় নেবেন না,
  • কংক্রিটের মেঝেতে শয়ন করবেন না এবং কংক্রিটের দেয়ালে হেলান দেবেন না,
  • বৈদ্যুতিক ও ইলেকট্রনিক ডিভাইসগুলি প্লাগ খুলে দিন,
  • জলাশয় থেকে তাৎক্ষণিকভাবে উঠে আসুন,
  • বিদ্যুৎ পরিবাহক বস্তু থেকে দূরে থাকুন,
  • শিলা বৃষ্টির সময় ঘরে অবস্থান করুন,
  • এ ছাড়া দেশের আট জেলাতেই বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/ইআ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর