আইপিএলে প্লে-অফের দৌড়ে এগিয়ে কারা?
২১ এপ্রিল ২০২৫ ১৪:১৭
২২ মার্চ পর্দা উঠেছে এবারের আইপিএলের। টুর্নামেন্টের পেরিয়ে গেছে প্রায় এক মাস। গ্রুপ পর্বের মাঝপথে এসে ১০ দলের লড়াইয়ে জমে উঠেছে এবারের আসর। প্লে-অফের দৌড়ে এগিয়ে আছে কোন কোন দল, গ্রুপ পর্ব থেকেই ছিটকে যাওয়ার পথে হাঁটছেন কারা; চলুন দেখে নেওয়া যাক এটাই।
এই আসরে শুরু থেকেই দাপটের সঙ্গে খেলছে গুজরাট টাইটানস। ৭ ম্যাচে ৫ জয় ও ২ পরাজয়ে ১০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে গুজরাট, তাদের রানরেট +০.৯৮৪। ৭ ম্যাচে জয় ও ২ পরাজয়ে ১০ পয়েন্ট নিয়ে রানরেটে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে আছে দিল্লি ক্যাপিটালস। দিল্লির রানরেট +০.৫৮৯।
৮ ম্যাচে ৫ জয় ও ৩ পরাজয়ে ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বেঙ্গালুরুর রানরেট +০.৪৭২। ৮ ম্যাচে ৫ জয় ও ৩ পরাজয়ে ১০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে পাঞ্জাব কিংস। তাদের রানরেট +০.১৭৭।
৮ ম্যাচে ৫ জয় ও ৩ পরাজয়ে ১০ পয়েন্ট নিয়ে ৫ম স্থানে আছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। তাদের রানরেট +০.০৮৮। ৮ ম্যাচে ৪ জয় ও ৪ পরাজয়ে ৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে মুম্বাই ইন্ডিয়ানস। তাদের রানরেট +০.৪৮৩।
৭ ম্যাচে ৩ জয় ও ৪ পরাজয়ে ৬ পয়েন্ট নিয়ে ৭ম স্থানে আছে কলকাতা নাইট রাইডার্স। তাদের রানরেট +০.৫৪৭। ৮ ম্যাচে ২ জয় ও ৬ পরাজয়ে ৪ পয়েন্ট নিয়ে ৮ম স্থানে আছে রাজস্থান রয়্যালস। তাদের রানরেট -০.৬৩৩।
৭ ম্যাচে ২ জয় ও ৫ পরাজয়ে ৪ পয়েন্ট নিয়ে ৯ম স্থানে আছে সানরাইজার্স হায়দরাবাদ। তাদের রানরেট -১.২১৭। ৮ ম্যাচে ২ জয় ও ৬ পরাজয়ে ৪ পয়েন্ট নিয়ে তালিকার একেবারে তলানিতে আছে মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংস। তাদের রানরেট -১.৩৯২।
গ্রুপ পর্ব শেষে শীর্ষ ৪ দল পৌঁছে যাবে প্লে-অফে। শীর্ষে থাকা দুই দল খেলবে প্রথম কোয়ালিফায়ার। পরের দুই দল খেলবে এলিমিনেটর। প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দল ও প্রথম এলিমিনেটরে জয় দল খেলবে দ্বিতীয় এলিমিনেটর। এই ম্যাচের জয়ী দল ফাইনালে খেলবে প্রথম কোয়ালিফায়ারে জয়ী দলের বিপক্ষে।
আগামী ২৫ মে কলকাতার ইডেন গার্ডেনসে অনুষ্ঠিত হবে এবারের আইপিএলের ফাইনাল।
সারাবাংলা/এফএম