Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন মামলায় শাজাহান খানসহ গ্রেফতার ৭

স্টাফ করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২৫ ১৪:৪২ | আপডেট: ২১ এপ্রিল ২০২৫ ১৭:৩০

ঢাকা: জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে রাজধানীর পৃথক থানার মামলায় সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানসহ সাত জনকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

সোমবার (২১ এপ্রিল) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত এ আদেশ দেন।

অন্য আসামিরা হলেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, কামাল আহমেদ মজুমদার, ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ।

আদালত সূত্রে জানা যায়, রাজধানীর শাহবাগ থানায় ক্ষুদ্র ঝুট ব্যবসায়ী মো. মনির হত্যা মামলায় আমু, আনিসুল হক, শাজাহান খানকে গ্রেফতার দেখানো হয়েছে। একই থানায় পলিটেকনিক শিক্ষার্থী ইসমাইল হোসেন রাব্বি হত্যা মামলায় আনিসুল হক, জুনাইদ আহমেদ পলককে গ্রেফতার দেখানো হয়।

এ ছাড়া মিরপুর থানার এক মামলায় কামাল আহমেদ মজুমদার, মিরপুর মডেল থানায় আনোয়ার হোসেন পাটোয়ারী হত্যা মামলায় তুরিন আফরোজ ও শেরেবাংলা নগর থানার এক মামলায় দিলীপ কুমার আগারওয়ালাকে গ্রেফতার দেখান আদালত।

মামলা সূত্রে জানা যায়, গত ৫ অগাস্ট রাজধানীর চানখারপুল এলাকায় আন্দোলনে অংশ নেন মনির। ওই দিন দুপুরে গুলিতে তিনি মারা যান। এ ঘটনায় গত ১৪ মার্চ শাহবাগ থানায় হত্যা মামলা করেন নিহতের স্ত্রী।

আনোয়ার হোসেন হত্যা মামলার অভিযোগে বলা হয়েছে, ৫ অগাস্ট মিরপুর গোলচত্বর এলাকায় গুলিতে নিহত হন আনোয়ার হোসেন। এ ঘটনায় মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন তার বাবা আল আমিন পাটোয়ারী।

সারাবাংলা/আরএম/ইআ

শাজাহান খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর