মারা গেলেন পোপ ফ্রান্সিস
২১ এপ্রিল ২০২৫ ১৪:২৬ | আপডেট: ২১ এপ্রিল ২০২৫ ১৪:৫৭
খ্রিস্টান ধর্মের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস মারা গেছেন। সোমবার (২১ এপ্রিল) তিনি মারা যান বলে জানিয়েছে ভ্যাটিকান। ভ্যাটিকানের কাসা সান্তা মার্তায় নিজ বাসভবনে তার মৃত্যু হয়। এর আগে, পোপ ফ্রান্সিসের স্বাস্থ্যের অবস্থা সংকটজনক বলে জানানো হয়েছিল।
পোপ ফ্রান্সিস দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। ফেব্রুয়ারি মাসে ব্রঙ্কাইটিসের কারণে রোমের জেমেলি হাসপাতালে ভর্তি হওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং নিউমোনিয়ার কারণে তাকে ভেন্টিলেটর সাপোর্ট নিতে হয়।
ক্যাথলিক চার্চের প্রথম লাতিন আমেরিকান পোপ হিসেবে, ফ্রান্সিস তার ১২ বছরের দায়িত্বে গির্জার সংস্কার, অন্তর্ভুক্তি এবং দয়ার ওপর জোর দিয়েছিলেন। তিনি গরিব ও প্রান্তিক জনগণের পক্ষে কাজ করে গেছেন এবং ঐতিহ্যগত রক্ষণশীল মতাদর্শের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন।
ফ্রান্সিসের প্রয়াণের পর, ক্যাথলিক চার্চের শীর্ষ পদে পরিবর্তনের প্রক্রিয়া শুরু হবে। ক্যামেরলেনগো হিসেবে, আর্চবিশপ ফ্যারেল এই সময়ে ভ্যাটিকান সিটির প্রশাসনিক দায়িত্ব পালন করবেন ।
পোপ ফ্রান্সিসের প্রয়াণে বিশ্বব্যাপী শোকের ছায়া নেমে এসেছে। বিশ্বের বিভিন্ন স্থানে তার আত্মার শান্তি কামনায় প্রার্থনা চলছে।
সারাবাংলা/ইআ