Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আনার হত্যা: আবারও পেছালো মামলার প্রতিবেদন

স্টাফ করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২৫ ১৫:২৩

নিহত ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনার।

ঢাকা: ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনারকে হত্যার উদ্দেশে গুমের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৭ মে দিন ধার্য করেছেন আদালত।

সোমবার (২১ এপ্রিল) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা প্রতিবেদন জমা না দেওয়ায় নতুন দিন ধার্য করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এমএ আজহারুল ইসলাম।

গত বছরের ২২ মে ঢাকার শেরেবাংলা নগর থানায় মামলা করেন নিহত আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ৯ মে রাত ৮টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউর সংসদ সদস্য ভবনের বাসা থেকে গ্রামের বাড়ি ঝিনাইদহে যাওয়ার উদ্দেশে রওনা হন আনার। এরপর ১১ মে পৌনে ৫টায় বাবার সঙ্গে মোবাইলে ভিডিও কলে কথা বলেন মেয়ে ডরিন। কিন্তু তার কথাবার্তা কিছুটা অসংলগ্ন মনে হয়। এরপর একাধিকবার ফোন দিলে বন্ধ পাওয়া যায়।

১৩ মে আনারের ভারতীয় নম্বর থেকে ডরিনের হোয়াটসঅ্যাপে একটি মেসেজ আসে। মেসেজে লেখা ছিল- ‘আমি হঠাৎ করে দিল্লি যাচ্ছি, আমার সঙ্গে ভিআইপি আছে। আমি অমিত শাহের কাছে যাচ্ছি। আমাকে ফোন দেওয়ার দরকার নেই। পরে ফোন দেব।’

এজাহারে আরও বলা হয়, বিভিন্ন জায়গায় আনারে খোঁজখবর করতে থাকেন মেয়ে ডরিন। কিন্তু কোনো সন্ধান না পেয়ে তার বন্ধু গোপাল বিশ্বাস কলকাতার বারানগর পুলিশ স্টেশনে জিডি করেন। পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে জানা যায় অজ্ঞাতপরিচয়ের ব্যক্তিরা পূর্ব পরিকল্পিতভাবে আনারকে অপহরণ করে খুন করেছে।

সারাবাংলা/আরএম/এসডব্লিউ

ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনার হত্যা পেছালো মামলার প্রতিবেদন