কুবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ কাল
২১ এপ্রিল ২০২৫ ১৫:৩৩
কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ এবং ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল আগামীকাল (২২ এপ্রিল) বিকালে প্রকাশিত হবে।
সোমবার (২১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য সচিব এবং রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আগামীকাল (মঙ্গলবার) আমরা ফলাফল দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। আমাদের ‘সি’ ইউনিটের রেজাল্ট তৈরি হয়ে গেছে। আজকে সকালে বিদ্যুৎ ছিল না। তবে এখন ‘এ’ ইউনিটের রেজাল্ট তৈরির কাজ চলমান রয়েছে।’
উল্লেখ্য, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘সি’ ইউনিটে মোট ১২টি কেন্দ্রে ৯ হাজার ৯৫২ জন পরীক্ষার্থীর বিপরীতে উপস্থিতি ছিল ৭ হাজার ৬৪৬ জন এবং ‘এ’ ইউনিটের ৩০ টি কেন্দ্রে ৩২ হাজার ৬৫৮ জন শিক্ষার্থীর বিপরীতে উপস্থিত ছিল ২১ হাজার ৯৯৯ জন।
সারাবাংলা/এসডব্লিউ