গুলশানে ব্যাটারিচালিত রিকশাচালকদের অরাজকতা ঠেকাতে সেনাবাহিনী মোতায়েন
২১ এপ্রিল ২০২৫ ১৭:৩৯ | আপডেট: ২১ এপ্রিল ২০২৫ ১৮:৪২
ঢাকা: রাজধানীর বনানী ১১ নম্বর সড়কে ব্যাটারিচালিত রিকশা চালকরা অরাজকতা শুরু করেছে। এক পর্যায়ে তারা সব ধরনের যানবাহন বন্ধ করে দেয় এবং হামলা চালানো শুরু করে। এমনকি কেউ আন্দোলনের ছবি কিংবা ভিডিও নিতে গেলে তাকেও লাঠিপেটা করেন।
সোমবার (২১ এপ্রিল) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। এক পর্যায়ে গুলশান সোসাইটির লোকজন ঘটনাস্থলে চলে আসে। দুই পক্ষের মধ্যে ধাওয়া পালটা ধাওয়া শুরু হয়। পরে বিকেল ৩টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আসে।
পুলিশ সূত্রে জানা যায়, গত কয়েকদিন আগে গুলশান সোসাইটিতে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়। কিন্তু সোসাইটির এই সিদ্ধান্ত মেনে নেননি চালকরা। তারা গত কয়েকদিন ধরে গুলশানের বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত রিকশা চালানোর দাবিতে আন্দোলন করে আসছিলেন।
কিন্তু সোমবার (২১ এপ্রিল) সোসাইটির বাসিন্দারা গুলশানের শেষ মাথায় এবং বনানী এলাকার শুরুর রাস্তায় ব্যাটারিচালিত রিকশা আটক করছিলেন। এতে চালকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। এরপর তারা বনানী ১১ নম্বর এলাকায় আন্দোলন শুরু করেন। এ সময় তাদের আন্দোলনের ভিডিও এবং ছবি যারাই তুলতে যান তাদেরকেই লাঠিপেটা করেন রিকশাচালকরা।
স্থানীয়রা জানান, এখন পর্যন্ত ব্যাটারিচালিত রিকশা চালকরা দুই থেকে তিনজন মোটরসাইকেল চালককে লাঠি দিয়ে পিটিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন।
বনানী থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান জানান, ব্যাটারিচালিত রিকশা চালকরা বর্তমানে বনানী ১১ নম্বর রোডে অবস্থান করছেন। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণের বাইরে। তবে আমরা ঘটনাস্থলে রয়েছি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।
রিকশা চালকরা কাউকে মারধর করেছে কি না— জানতে চাইলে তিনি বলেন, যারাই তাদের আন্দোলনের ছবি ও ভিডিও নেওয়ার চেষ্টা করছে তাদের ধাওয়া দিয়ে লাঠিপেটা করছে চালকরা।
সারাবাংলা/ইউজে/এনজে