Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪১তম বিসিএসের নম্বরপত্র পেতে পিএসসির আবেদন আহ্বান‎

‎স্টাফ করেসপন্ডন্ট
২১ এপ্রিল ২০২৫ ১৭:০১ | আপডেট: ২১ এপ্রিল ২০২৫ ১৭:০৮

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ছবি: সংগৃহীত

‎ঢাকা: ৪১তম বিসিএস লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে নম্বরপত্র পেতে ইচ্ছুক প্রার্থীরা সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে সেটি নিতে পারবেন। এ জন্য পিএসসিতে আবেদন করতে হবে।

‎সোমবার (২১ এপ্রিল) পিএসসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৪১তম বিসিএস’র বিজ্ঞপ্তির ৪২ নম্বর অনুচ্ছেদের শর্তানুযায়ী, লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে লিখিত পরীক্ষার নম্বরপত্র পেতে ইচ্ছুক প্রার্থীদের কাছ থেকে নির্ধারিত আবেদনপত্রে আবেদন আহ্বান করা হয়েছে।

‎লিখিত পরীক্ষার নম্বরপত্র পেতে আবেদনপত্রের নমুনা কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। নম্বরপত্র পেতে ইচ্ছুক প্রার্থীদের কমিশনের নির্ধারিত নমুনা আবেদনপত্র ছক পূরণ করে সচিব, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের অনুকূলে ১০০০ টাকা ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিয়ে ট্রেজারি চালানের মূল কপিসহ পূরণ করা আবেদনপত্র কমিশনের আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকার প্রধান কার্যালয়ে পরিচালক, ইউনিট-১৩–এর দফতরে জমা দিতে হবে।

বিজ্ঞাপন

এতে আরও বলা হয়েছে, আগামী ২৭ এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত প্রতি কর্মদিবসে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত আবেদনপত্র নেওয়া হবে। পরিচালক (ইউনিট-১৩), বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭ এই ঠিকানায় পূরণ করা আবেদনপত্র জমা নেওয়া হবে। এই সময়ের পর আর কোনো আবেদনপত্র নেওয়া হবে না।

‎সারাবাংলা/এনএল/পিটিএম

৪১তম বিসিএস আহ্বান নম্বরপত্র পিএসসির আবেদন