Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেঙ্গু প্রতিরোধে ওলবাচিয়া পদ্ধতির কার্যকারিতা পরীক্ষার নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২৫ ১৭:০০

ঢাকা: ডেঙ্গু প্রতিরোধে ওলবাচিয়া পদ্ধতির বাংলাদেশে কার্যকারিতা পরীক্ষার জন‍্য প্রয়োজনীয় ব‍্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্বব্যাপী ওলবাচিয়া পদ্ধতির প্রয়োগ হয়েছে বলেও জানানো হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) সকাল ১১টায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে জনস্বাস্থ্য অনুবিভাগ কর্তৃক ডেঙ্গু প্রতিরোধে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ সম্পর্কিত প্রস্তাবের বিষয়ে করণীয় নিয়ে একটি আলোচনা সভায় এ নির্দেশনা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় উপদেষ্টা নূরজাহান বেগম।

বিজ্ঞাপন

সভায় কানাডাভিত্তিক প্রতিষ্ঠান মেরিট ইনকরপোরেশনের দুইটি প্রস্তাব নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। মেরিট ইনকরপোরেশনের পক্ষ থেকে ডা. কাজী জামিল প্রস্তাবগুলো উপস্থাপন করেন। এ সময় দেশে ডেঙ্গু প্রতিরোধের জন্য সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ করার জন্য পরামর্শ দেওয়া হয়।

আলোচনায় উত্থাপিত দুটি প্রস্তাব হচ্ছে- ডেঙ্গু সম্পর্কিত একটি সেরোলজিক্যাল জরিপের পাশাপাশি ডেঙ্গুতে মৃত্যুর ঝুঁকির কারণ চিহ্নিত করার জন্য এপিডেমিওলজিক্যাল গবেষণা পরিচালনা করা হবে (যুক্তরাষ্ট্রের আপস্টেট মেডিকেল ইউনিভার্সিটির প্রযুক্তিগত সহায়তায়)। আর এডিস মশা নিয়ন্ত্রণের জন্য ওলবাচিয়া পদ্ধতিসহ নতুন প্রযুক্তির মূল্যায়ন করা হবে (অস্ট্রেলিয়ার ওয়ার্ল্ড মস্কুইটো প্রোগ্রামের সাথে সহযোগিতায়)।

সেরোলজিক্যাল জরিপ হচ্ছে রক্তের সিরাম বিশ্লেষণের মাধ্যমে ডেঙ্গু অ্যান্টিবডি শনাক্তকরণ। ওলবাচিয়া পদ্ধতি মানে ব্যাকটেরিয়া ব্যবহার করে মশার ডেঙ্গু বিস্তার ক্ষমতা কমানোর প্রযুক্তি।

বিজ্ঞাপন

আলোচনায় সভায় আরও উপস্থিত ছিলেন- অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমানসহ অনেকে।

সারাবাংলা/এমএইচ/এনজে

ওলবাচিয়া পদ্ধতি কার্যকারিতা ডেঙ্গু পরীক্ষা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর