Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁওয়ে বাঁশঝাড় থেকে হাত-পা-মুখ বাঁধা নারীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২৫ ১৭:২১ | আপডেট: ২১ এপ্রিল ২০২৫ ১৮:৪২

মরদেহ। প্রতীকী ছবি

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় একটি বাঁশঝাড় থেকে খায়রুন আক্তার (২৫) নামের এক গৃহবধূর হাত-পা-মুখ বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২১ এপ্রিল) সকালে দুওসুও ইউনিয়নের সনগাঁও গ্রাম থেকে মরদহ উদ্ধার করা হয়।

নিহত খায়রুন ওই গ্রামের তাজমুল ইসলামের স্ত্রী এবং জিয়াখোর গ্রামের সাদেকুল ইসলামের মেয়ে। স্বামী কুমিল্লায় ধান কাটার কাজে যাওয়ার পর বৃদ্ধা শ্বাশুড়ির সঙ্গে বাড়িতে থাকতেন তিনি।

স্থানীয়রা জানান, সকালে খোলা দরজা দেখে খোঁজাখুঁজির একপর্যায়ে প্রতিবেশীরা পাশের ভুট্টাখেতে তার জুতা ও টেঁনে হেঁচড়ে নিয়ে যাওয়ার চিহ্ন দেখে বাঁশঝাড়ে মরদেহ খুঁজে পান। পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং তারা এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।

বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) দিবাকর অধিকারী জানান, ঘটনাস্থল থেকে গৃহবধূর মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ সুপার ও সিআইডি’র দল তদন্তে নেমেছে।

সারাবাংলা/এইচআই

খুন নারীকে খুন নারীর মরদেহ নিহত মরদেহ উদ্ধার হত্যা হাত-পা-মুখ বাঁধা নারী