Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেকানিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২৫ ১৭:২৬

পঞ্চগড়: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ডাম্প ট্রাক মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুবেল ইসলাম (২৫) নামে এক মেকানিক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালকের সহকারী হাবিব গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২১ এপ্রিল) বেলা ১১টায় দেবীগঞ্জ পৌরসভার আব্দুলপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত রুবেল ইসলাম ভোলা সদর উপজেলার রামদাসপুর ইউনিয়নের রাজারামপুর গ্রামের মো. কালুর ছেলে ।

পুলিশ জানায়, একটি ডাম্প ট্রাক মেরামতের জন্য দেবীগঞ্জের আব্দুলপুর এলাকায় জুয়েলের দোকানে আনা হয়। মেরামতের সময় অসাবধানতাবশত মেকানিক রুবেল ইসলাম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। এ সময় তাকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন ট্রাকচালকের সহকারী হাবিব। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেবীগঞ্জ অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সারাবাংলা/এসআর

দেবীগঞ্জ পঞ্চগড় বিদ্যুৎস্পৃষ্ট মেকানিক নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর