পরিবেশ অধিদফতরের অভিযানে অবৈধ ব্যাটারি কারখানা বন্ধ
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২৫ ১৭:৩৪ | আপডেট: ২১ এপ্রিল ২০২৫ ১৭:৪৪
২১ এপ্রিল ২০২৫ ১৭:৩৪ | আপডেট: ২১ এপ্রিল ২০২৫ ১৭:৪৪
নরসিংদী: নরসিংদীর পলাশে অবৈধ ভাবে গড়ে উঠা জিনওয়ান স্টোরেজ নামে একটি ব্যাটারি কারখানা স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদফতর।
আজ (২১ এপ্রিল) সোমবার সকালে উপজেলার ফুলবাড়িয়া গ্রামে গড়ে উঠা কারখানায় অভিযান চালিয়ে তা বন্ধ করে দেওয়া হয়।
পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল-মামুন এই অভিযান চালান।
নির্বাহী ম্যাজিস্ট্রে জানান, ফুলবাড়িয়া গ্রামে অবৈধভাবে গড়ে উঠা ব্যাটারি কারখানাটি দীর্ঘদিন ধরে এলাকার ফসলি জমিসহ আশপাশের পরিবেশের ব্যাপক ক্ষতি করে আসছিল। যে কারণে এলাকাবাসী দীর্ঘদিন ধরে এটি স্থায়ীভাবে বন্ধের দাবি জানায়। ক্ষতিকর এই কারখানায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
সারাবাংলা/ইআ