এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য কুষ্টিয়ায় ছাত্রদলের সেবা কেন্দ্র
২১ এপ্রিল ২০২৫ ১৭:৩৭
কুষ্টিয়া: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এসএসসি ও সমমান পরীক্ষার্থী এবং অভিভাবকদের জন্য কুষ্টিয়ার মিরপুরে সেবা কেন্দ্র চালু করেছে ছাত্রদল।
সোমবার (২১ এপ্রিল) মিরপুর উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে মিরপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য এ ব্যবস্থা নেওয়া হয়।
এ সময় পরীক্ষার্থীদের মাঝে খাবার বিশুদ্ধ পানি, সেলাইন, গ্লুকোজ ও কলমসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করেন কুষ্টিয়া জেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাতসহ ছাত্রদলের নেতারা।
এ ছাড়াও এই সেবা কেন্দ্রে অভিভাবকদের বসার জন্য ব্যবস্থা করেছেও ছাত্রদলের নেতারা। ছাত্রদলের এমন মহতী উদ্যোগে দারুন খুশি অভিভাবকরা।
সারাবাংলা/এইচআই
উপজেলা ও পৌর ছাত্রদল এসএসসি পরীক্ষা ছাত্রদল ছাত্রদলের সেবা কেন্দ্র সেবা কেন্দ্র