এসএমই উদ্যোক্তাদের জন্য ‘ঢাকা হাট’ স্থাপনের পরিকল্পনা
২১ এপ্রিল ২০২৫ ১৮:২৬ | আপডেট: ২১ এপ্রিল ২০২৫ ২০:২৭
সোমবার রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন দফতরে প্রশাসক মোহাম্মদ এজাজের সঙ্গে এসএমই ফাউন্ডেশন প্রতিনিধিদলের বৈঠক – (ছবি: সংগৃহীত)
ঢাকা: এসএমই উদ্যোক্তাদের জন্য ‘ঢাকা হাট’ স্থাপন ও ঢাকার ১ লাখ হকারকে পুনর্বাসন ও প্রশিক্ষণে একসঙ্গে কাজ করবে এসএমই ফাউন্ডেশন ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এছাড়া যৌথ উদ্যোগে ঢাকার আগারগাঁওসহ বিভিন্ন জায়গায় অস্থায়ী হলিডে মার্কেট চালু, নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে বিজনেস ইনকিউবেশন সেন্টার পরিচালনার বিষয়েও একমত হয়েছে দুই সংস্থা।
সোমবার (২১ এপ্রিল) রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দফতরে প্রশাসক মোহাম্মদ এজাজের সঙ্গে এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন মো. মুসফিকুর রহমানের নেতৃত্বে প্রতিনিধিদলের সভায় এসব সিদ্ধান্ত এসেছে। সভায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান এবং এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক নাজিম হাসান সাত্তার ও ফারজানা খান, মহাব্যবস্থাপক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও মো. আব্দুস সালাম সরদার এবং উপমহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ আলম উপস্থিত ছিলেন।
সভায় এসএমই উদ্যোক্তাদের পণ্যের বাজারজাতকরণের সুবিধার্থে ভারতের ‘দিল্লী হাট’-এর আদলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও এসএমই ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ঢাকার সুবিধাজনক স্থানে ‘ঢাকা হাট’ স্থাপন, সিটি কর্পোরেশনের নিজস্ব দফতর ও স্থাপনায় এসএমই উদ্যোক্তাদের তৈরি করা পণ্যের ডিসপ্লে ও বিক্রয় কেন্দ্র স্থাপন, উদ্যোক্তাদের ট্রেড লাইসেন্স প্রাপ্তি সহজীকরণে উদ্যোগ গ্রহণ করতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রতি অনুরোধ জানায় এসএমই ফাউন্ডেশন।
গত ২০২৪ সালের অর্থনৈতিক সমীক্ষা অনুসারে দেশের প্রায় ১ কোটি ১৮ লাখ ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে অর্ধেকই অনানুষ্ঠানিক খাতের- এ তথ্য উল্লেখ করে এসএমই ফাউন্ডেশনের পক্ষ থেকে এসব উদ্যোক্তার ট্রেড লাইসেন্স সহজীকরণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ইতিবাচক ভূমিকার আহবান জানানো হয় সভায়।
এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন উদ্যোক্তারা এখন অনলাইনে ফি দিয়ে ট্রেড লাইসেন্স নিবন্ধন ও নবায়ন করতে পারছেন। সনদও পাচ্ছেন।
সারাবাংলা/ইএইচটি/আরএস