Tuesday 22 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লেবার পার্টির সঙ্গে বিএনপির বৈঠক

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২৫ ১৮:৩৬ | আপডেট: ২১ এপ্রিল ২০২৫ ২০:২৭

লেবার পার্টির সঙ্গে বিএনপির বৈঠক

ঢাকা: বাংলাদেশ লেবার পার্টির লিয়াঁজো কমিটির সঙ্গে বৈঠক করেছে বিএনপির লিয়াঁজো কমিটি। সোমবার (২১ এপ্রিল) বাদ আসর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। শেষ হয় মাগরিবের আগে।

বৈঠকে বিএনপির নেতৃত্ব দেন দলটির লিয়াঁজো কমিটির প্রধান এবং স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তার সঙ্গে ছিলেন স্থায়ী কমিটির আরেক সদস্য সেলিমা রহমান। লেবার পার্টির সাত সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরান।

বিজ্ঞাপন

নির্বাচন ইস্যুতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে যেসব বিষয় আলোচনা হয়েছে, সেগুলো নিয়ে যুগপৎ আন্দোলনের সঙ্গী দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে বিএনপি। শনিবার (১৯ এপ্রিল) ১২ দলীয় জোট এবং এলডিপির সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে এ ধারাবাহিক বৈঠক শুরু হয়।

সারাবাংলা/এজেড/এসআর

বিএনপির বৈঠক লেবার পার্টি

বিজ্ঞাপন

বিকেলে বিএনপির যৌথ সভা
২২ এপ্রিল ২০২৫ ১০:৩৭

আরো

সম্পর্কিত খবর