রাষ্ট্রপতি কতজনকে ক্ষমা করেছেন, জানতে চান হাইকোর্ট
২১ এপ্রিল ২০২৫ ১৮:৫৩ | আপডেট: ২১ এপ্রিল ২০২৫ ২০:২৭
ঢাকা: সাড়ে ৩৩ বছরে দায়িত্বে থাকা রাষ্ট্রপতিরা কতজনের দণ্ড মওকুফ করেছেন তার তালিকা কেন প্রকাশে করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব ও রাষ্ট্রপতি কার্যালয়ের জনবিভাগের সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ওমর ফারুক।
গত সাড়ে ৩৩ বছরে দায়িত্বে থাকা রাষ্ট্রপতিরা কতজনের দণ্ড মওকুফ, স্থগিত বা কমিয়েছেন তার তালিকা প্রকাশের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন এই আইনজীবী। গত ২৫ আগস্ট একই বিষয়ে আইনি নোটিশ দেন তিনি। নোটিশের জবাব না পেয়ে রিট করা হয়।
আইনি নোটিশে বলা হয়, ১৯৯১ সাল থেকে চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত রাষ্ট্রপতি সংবিধানের ৪৯ অনুচ্ছেদের ক্ষমতা বলে কতজন দণ্ড পাওয়া আসামির কারাদণ্ড স্থগিত বা মওকুফ করেছেন, সেই তালিকা ১৫ দিনের মধ্যে দেওয়ার অনুরোধ জানানো হয়।
এতে আরও বলা হয়েছে, রাষ্ট্রপতি কীভাবে, কোন প্রক্রিয়ায়, কাদের সুপারিশ বা তদবিরে দাগী, ঘৃণিত, কুখ্যাত সাজাপ্রাপ্তদের ক্ষমা করেছেন, তা জানার অধিকার রয়েছে। কয়েক বছর ধরে বহু অপরাধী, হত্যা মামলার দণ্ডপ্রাপ্তদের ক্ষমা করেছেন রাষ্ট্রপত। তার ক্ষমা পেয়ে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন দণ্ডিতরা জেল থেকে বেরিয়ে মাফিয়া ডন হিসেবে সমাজে আতঙ্ক ছড়িয়েছে।
সারাবাংলা/আরএম/এনজে