Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংস্কার করে শিগগিরই নির্বাচন চায় ইসলামী ঐক্যজোট

স্টাফ করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২৫ ১৯:১২ | আপডেট: ২১ এপ্রিল ২০২৫ ২০:২৭

নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে শেষে সাংবাদিকদের এ কথা বলেন দলটির মহাসচিব মুফতি সাখাওয়াত হোসেন রাজী

ঢাকা: ‎সংস্কার করে খুব শিগগিরই নির্বাচন চায় ইসলামী ঐক্যজোট। সোমবার (২১ এপ্রিল) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনসহ পুরো কমিশনের সঙ্গে বৈঠকে শেষে সাংবাদিকদের এ কথা বলেন দলটির মহাসচিব মুফতি সাখাওয়াত হোসেন রাজী।

‎তিনি বলেন, ‘গত ৫ সেপ্টেম্বর সম্মেলনের মাধ্যমে আমাদের ইসলামী ঐক্যজোটের নতুন কমিটি গঠন হয়েছে। সেই কমিটি ইসিতে জমা দিইনি। কিন্তু আমাদের মনে হচ্ছিল সময়ক্ষেপণ হচ্ছে। সেজন্য আমরা আবেদন করে দেখা করতে এসেছি এবং নতুন কমিটি গঠনের কারণ ও কমিটি জমা দিয়েছি।’

বিজ্ঞাপন

‎মহাসচিব বলেন, ‘নির্বাচন বিষয়ে আমাদের বক্তব্য, যত দ্রুত সম্ভব নির্বাচন করতে হবে। তবে তিনি এটাও বলেন, যথাযথ সংস্কার না করা গেলে পেশি শক্তি, কালো টাকা দ্বারা নির্বাচন প্রভাবিত হবে। সুষ্ঠু, সুন্দর নির্বাচনের জন্য সংস্কার করতে হবে। সংস্কার শেষে যত দ্রুত নির্বাচন দেওয়া সম্ভব আমরা আশা করছি সরকার বা ইসি নির্বাচনের আয়োজন করবে।’

তিনি আরও বলেন, ‘প্রকৃত সংস্কার বলতে যেটা বোঝায় নির্বাচিত সরকারই করবে। তবুও নির্বাচিত হয়ে যারা আসবেন নির্বাচন প্রক্রিয়ার মধ্যে যেন কোনো ফ্যাসিবাদ সৃষ্টি না হতে পারে এ জন্য সংস্কার করতে হবে।’

‎সাখাওয়াত হোসেন রাজী বলেন, ‘‘গত ১৬ বছর যত ধরনের আবর্জনা সৃষ্টি হয়েছে, সেগুলো দূর করতে হবে। তাহলে প্রকৃত নির্বাচন হবে। যারা ডিসেম্বর বলছেন, আমরা দেখছি প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুন বলছেন, এটাতে তো খুব বেশি দেরি দেখছি না। জুন আর ডিসেম্বরের ব্যবধান খুব বেশি নয়। কাছাকাছি সময়। তবে সংস্কার করতে হবে। দ্রুত সংস্কার করে নির্বাচন করতে হবে।’’

বিজ্ঞাপন

‎সারাবাংলা/ এনএল/এইচআই

ইসলামী ঐক্যজোট নির্বাচন নির্বাচন কমিশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর