Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পারভেজ হত্যাকাণ্ড, রাবিতে ছাত্রদলের প্রতিবাদ

রাবি করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২৫ ১৯:৪৮

পারভেজ হত্যার ঘটনায় প্রতিবাদ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রদল।

রাবি: বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রাইম এশিয়ার শিক্ষার্থীর জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় প্রতিবাদ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রদল।

সোমবার (২১ বিকাল সাড়ে পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে বক্তারা পারভেজ হত্যার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের সংশ্লিষ্টতার কথা উল্লেখ করেছেন। এই সংগঠনের নেতাকর্মীদের নতুন রক্ষীবাহিনী হিসেবে আখ্যা দিয়েছেন। অনতিবিলম্বে পারভেজ হত্যার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় এনে শাস্তির দাবিও জানান তারা।

এ সময় রাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল মিঠু বলেন, ‘একাত্তরে স্বাধীনতার পর একটি দল স্বাধীনতার কৃতিত্ব নিয়ে দেশে অপশাসন কায়েম করেছে। ঠিক জুলাইয়ের এই অভ্যুত্থানকে ছিনিয়ে নিয়েছে একটি কুচক্রী মহল। তারা সচিবালয়ে বসে আইন জারি করেছে। অথচ গত ১৭ বছর ধরে ফ্যাসিস্ট হাসিনাবিরোধী যে আন্দোলন করে নির্বিচারে নির্যাতিত হয়েছে সেই ছাত্রদলের নেতাকে তারা হত্যা করেছে। এর জবাব এই বাংলাদেশে অচিরেই দেওয়া হবে।’

যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক বলেন, ‘ছাত্র নেতা পারভেজ হত্যার পিছনে একটি গোষ্ঠী সরাসরি জড়িত। কিন্তু তারা অস্বীকার করে যাচ্ছে। তারা একাত্তরে রক্ষীবাহিনীর জায়গায় অবতীর্ণ হয়েছে। তাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলতে, চাই ছাত্রদল রাজপথে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত এবং এখনো আছে।

রাবি ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, একটি রাজনৈতিক সংগঠন আমাদের মেধাবী ছাত্র পারভেজকে নৃশংসভাবে হত্যা করেছে। যেটা বাংলাদেশের মানুষ সিসিটিভি ফুটেজের মাধ্যমে দেখেছে। এই সংগঠনটি দেশে প্রত্যেকটি সন্ত্রাসী কর্মকাণ্ড প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত রয়েছে। আমরা বলতে চাই অনতিবিলম্বে পারভেজ হত্যার সঙ্গে জড়িতদের প্রচলিত আইনে শাস্তির ব্যবস্থা করতে হবে। যদি এর ব্যত্যয় ঘটে তাহলে ছাত্রদল আবারো রাজপথে নামতে বাধ্য হবে।

বিজ্ঞাপন

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সরদার জহুরুল হকের সঞ্চালনায় আরও বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক শাকিলুর রহমান সোহাগ, আহ্বায়ক বুলবুল আহমেদ, এম এ তাহের রহমান, মারুফ হোসেন, রাবি ছাত্রদলের সাবেক আহ্বায়ক আরাফাত রেজা আশিক প্রমুখ। কর্মসূচিতে ছাত্রদলের শতাধিক নেতাকর্মীর উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এইচআই

নিহত পারভেজ হত্যাকাণ্ড প্রাইম এশিয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাবি ছাত্রদল শিক্ষার্থী খুন হত্যাকাণ্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর