Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে ঝটিকা মিছিল, আ.লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ৯ জন গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২৫ ১৯:৪৭ | আপডেট: ২১ এপ্রিল ২০২৫ ২১:২৭

ঢাকা: রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করায় নিষিদ্ধ ছাত্রলীগ ও বিভিন্ন মামলার এজাহারনামীয় আওয়ামী লীগের অঙ্গসংগঠনের ৯ সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২১ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতারকৃতরা হলেন- নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বংশাল থানা ৩৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. বাপ্পি (৩০), আওয়ামী লীগের দক্ষিণ বাড্ডা বাজার ইউনিটের সহ-সভাপতি মো. মহিবুর রহমান (৫০), কুমিল্লার মনোহরগঞ্জ থানার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ (৪৭), বংশাল থানা ৩২নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু আহাম্মেদ (৫৫), ২২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল খালেক (৫৫), কলাবাগান থানা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মো. কবির হোসেন (৪৮), ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল শাখার নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক দীপম সাহা (২৬), ছাত্রলীগের ডেমরা শাখার সাবেক সাধারণ সম্পাদক কাজী ইসমাইল হোসেন (৪২) ও ছাত্রলীগ কর্মী মো. মুহতাসিন ফুয়াদ ওরফে পিয়াল।

তালেবুর রহমান জানান, রোববার (২০ এপ্রিল) সকাল ১১টায় মো. বাপ্পিকে নবাবপুর এলাকা থেকে গ্ৰেফতার করে ডিবি-লালবাগ বিভাগের একটি টিম। সন্ধ্যা ৬টায় রাজধানীর বেরাইদ এলাকা থেকে মো. মহিবুর রহমানকে গ্রেফতার করে ডিবি-গুলশান বিভাগের একটি টিম। এদিন বিকেল ৩টায় রমনার জনস্বাস্থ্য প্রকৌশল ভবনের সামনে থেকে আবুল কালাম আজাদকে গ্রেফতার করে ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইমের একটি টিম। একইদিন রাত ১১টায় ডিবি-লালবাগ বিভাগের একটি টিম বংশাল এলাকা হতে বাবু আহাম্মেদকে গ্ৰেফতার করে।

বিজ্ঞাপন

তিনি জানান, একইদিন রাত ১০টায় মগবাজার এলাকায় অভিযান পরিচালনা করে আব্দুল খালেককে এবং রাত সাড়ে ১১টায় রাজধানীর হাতিরপুল হতে মো. কবির হোসেনকে গ্রেফতার করে ডিবি-রমনা বিভাগের পৃথক টিম। এছাড়া রাতে রাজধানীর মাতুয়াইল এলাকা হতে কাজী ইসমাইল হোসেনকে গ্রেফতার করে ডিবি-ওয়ারী বিভাগের একটি টিম। তিনি যাত্রাবাড়ী এলাকায় ঝটিকা মিছিলে অংশগ্রহণ করেছিল বলে স্বীকার করেছেন। আর রোববার রাত পৌনে ২টায় দীপম সাহাকে তেজগাঁও এলাকা হতে এবং ভোররাত ৩টার দিকে আদাবরের একটি বাসায় অভিযান চালিয়ে ছাত্রলীগ কর্মী মো. মুহতাসিন ফুয়াদ ওরফে পিয়ালকে গ্রেফতার করে ডিবি-সাইবারের পৃথক টিম।

ডিসি তালেবুর রহমান জানান, গ্রেফতারকৃতরা রাজধানীর বিভিন্ন থানায় দায়েরকৃত মামলার আসামি। তারা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত। নানাভাবে সংঘবদ্ধ হয়ে তারা রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলে অংশগ্রহণের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সারাবাংলা/এমএইচ/আরএস

আ.লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ৯ জন গ্রেফতার রাজধানীতে ঝটিকা মিছিল