Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরায় বজ্রপাতে নারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২৫ ২০:০১ | আপডেট: ২১ এপ্রিল ২০২৫ ২০:০৬

বজ্রপাত (প্রতীকী ছবি)

সাতক্ষীরা: জেলায় বিল থেকে ধান তোলার সময় আকস্মিক বজ্রপাতে অমিত্তবান অ্যারো (৪৫) নামে এক দিনমজুর নারীর মৃত্যু হয়েছে। একই সময় আহত হয়েছে আরও একজন দিনমজুর নারী।

সোমবার (২১ এপ্রিল) সকালে সদর উপজেলার কুশখালী কাকমারি বিলে ইদ্রিস আলীর জমিতে ধান তোলার সময় এ ঘটনা ঘটে।

নিহত অমিত্তবান সাতক্ষীরা সদর উপজেলার দিবালয় ছয়ঘড়িয়া গ্রামের আনারুল ইসলাম আনারের স্ত্রী। আহত খুকুমনি (৪৭) একই এলাকার শহিদুল ইসলামের স্ত্রী। তিনি বর্তমানে প্রাথমিক চিকিৎসার পর সুস্থ আছেন।

প্রত্যক্ষদর্শী ছয়ঘরিয়া গ্রামের আব্দুল করিম জানান, অমিত্তবান আ্যারো সকালে পার্শ্ববর্তী কুশখালী গ্রামের ইদ্রিস আলীর মাঠের ধান তোলার কাজ করতে যান। সকাল সাড়ে ১০টার দিকে আকাশে প্রচণ্ড মেঘ হয়। ওই সময়ে খুকুমনিকে সঙ্গে নিয়ে অমিত্তবান দ্রুত এক বোঝা ধান তোলার জন্য মাঠে চলে যায়। পথিমধ্যে আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই অমেত্তবানের মৃত্যু হয়। এ সময় খুকুমনি আহত হন।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক জানান, বিষয়টি শোনার পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সারাবাংলা/এইচআই

দিনমুজুর নারী নিহত বজ্রপাত বজ্রপাতে নারী নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর