Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিপ্লোমা শিক্ষার্থীদের ঘরে ফেরার নির্দেশ কৃষি উপদেষ্টার

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২৫ ২০:০১ | আপডেট: ২১ এপ্রিল ২০২৫ ২১:২৭

কৃষি উপদেষ্টার সাথে বৈঠকে ডিপ্লোমা শিক্ষার্থীরা।

ঢাকা: দেশের ডিপ্লোমা শিক্ষার্থীদের ঘরে ফিরে যাওয়ার পর নির্দেশ দিয়েছেন কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (২১ এপ্রিল) সচিবালয়ে কৃষি উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন দেশের এটিআই (কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট) প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল। এ সময় উপদেষ্টা এই পরামর্শ দেন।

প্রসঙ্গত, দেশের এটিআই (কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট) প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ৮ দফা দাবি-দাওয়া পূরণে আন্দোলন করছে। দাবি আদায়ে ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়িতে অবস্থান নেন। এতে কৃষি সম্প্রসারণ অধিদফতরের কার্যক্রম স্থবির হয়ে পড়ে।
ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ প্রদান ও উপসহকারী কৃষি কর্মকর্তাদের দ্বিতীয় শ্রেণির কর্মচারি হিসেবে গেজেট আকারে প্রজ্ঞাপন জারির দাবিতে আন্দোলন করেছে কৃষি ডিপ্লোমার শিক্ষার্থীরা। দাবি আদায়ে তারা রাজধানীর খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদফতরের (ডিএই) মূল ফটক বন্ধ করে দেয়। এতে কৃষি সম্প্রসারণ অধিদফতরের কর্মকর্তারা প্রতিষ্ঠানটিতে প্রবেশ করতে পারেননি। স্থবির হয়ে পড়ে কৃষির প্রধান এই প্রাণকেন্দ্র। পরে শেরেবাংলা নগর কৃষি বিশ্ববিদ্যালয়েরর একদল শিক্ষার্থী প্রতিষ্ঠানটিতে এসে ডিপ্লোমা শিক্ষার্থীদের বিরুদ্ধে মুখোমুখি অবস্থান নেন। এতে ডিপ্লোমা শিক্ষার্থীরা খামারবাড়ি ত্যাগ করতে বাধ্য হয়। এছাড়া খামারবাড়িতে প্রশাসনের সঙ্গে বৈঠকের পর অবস্থান তুলে নেয় ডিপ্লোমা শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

সোমবার (২১ এপ্রিল) রাজধানীর খামারবাড়িতে দফায় দফায় এসব ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী খামারবাড়ির প্রধান সড়কে এবং কৃষি সম্প্রসারণ অধিদফতরের অবস্থান নেন। পরে বিকেলে কৃষি উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে উপদেষ্টা শিক্ষার্থীদের আট দফা দাবির বিষয়ে কৃষি মন্ত্রণালয় হতে ইতিপূর্বে গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুততার সাথে বাস্তবায়নের আশ্বাস দেন।

বিজ্ঞাপন

উপদেষ্টা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘তোমাদের কাজ পড়াশোনা করা। তোমাদের ভবিষ্যৎ আমাদের উপর ছাড়ো, আমরা দেখবো। তোমাদের দাবি পূরণে সরকার আন্তরিক।’

শিক্ষার্থী প্রতিনিধিরা তাদের আট দফা দাবির মধ্যে বিধিসম্মত উপায়ে বাস্তবায়নযোগ্য দাবিসমূহ বাস্তবায়নে সরকারের আশ্বাসের উপর আস্থা রেখে চলমান আন্দোলন বন্ধ করে শ্রেণীকক্ষে ফিরে যাওয়ার ঘোষণা দেয়। শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণে স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, শিক্ষার মান বৃদ্ধি, শিক্ষক নিয়োগ, পরীক্ষা, চাকুরি গ্রেড, ইন্টার্নি ভাতা, ফাউন্ডেশন ট্রেনিং, উচ্চ শিক্ষায় প্রবেশগম্যতাসহ বিবিধ বিষয়ের দাবি সরকার আন্তরিকভাবে বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়। এটিআইসমূহে বিদ্যমান বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতা সরকারকে জানানোর জন্য শিক্ষার্থীদের নির্দেশনা দেয়া হয় এবং প্রাপ্ত সমস্যাবলী সমাধানে মন্ত্রণালয় দ্রুততম সময়ে কাজ করবে বলে শিক্ষার্থীদের জানানো হয়।

এ সময় কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) মো. জাকির হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক মো. ছাইফুল ইসলাম এবং ছাত্র প্রতিনিধিদের মধ্যে আবু নাঈম সিদ্দিক, আসাদুজ্জামান কবির, মুসা প্রধান, মুনতাসির রহমান ও রায়ন উদ্দিম শামীমসহ অনেকে উপস্থিত ছিলেন।

সারাবাংলা/ইএইচটি/এনজে

কৃষি উপদেষ্টা ডিপ্লোমা শিক্ষার্থী দাবি বৈঠক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর