Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪ দিনের রাষ্ট্রীয় সফরে কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২৫ ২০:০৯ | আপডেট: ২১ এপ্রিল ২০২৫ ২১:২৭

কাতারের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

ঢাকা: চার দিনের রাষ্ট্রীয় সফরে কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৭টায় বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে দোহার উদ্দেশে রওনা হন তিনি।

জানা যায়, কাতার সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে সফর সঙ্গী হিসেবে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানসহ বেশ কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

এর আগে প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছিলেন, ২২ ও ২৩ এপ্রিল আর্থানা সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। কাতারের রাজ পরিবার ওই সম্মেলনের মূল আয়োজক। দেশটির ডেপুটি প্রাইম মিনিস্টারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ হবে। কাতারের আমিরের সঙ্গেও আলাপের সম্ভাবনা আছে। এই সফরে জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান যাচ্ছেন। কাতারের সঙ্গে একটা দীর্ঘমেয়াদি এলএনজি আমদানির চুক্তি আছে, সে জন্য জ্বালানি নিয়ে আলাপ-আলোচনা হবে।

তিনি আরও জানান, এ ছাড়া ভিসা সংক্রান্ত কিছু আলাপ হবে। পাশাপাশি কাতারের সঙ্গে কীভাবে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো যায়, সে লক্ষ্যে একটা বড় বাণিজ্য সম্মেলন হবে। কাতারের যারা শীর্ষস্থানীয় বিনিয়োগকারী, তারা ২৩ এপ্রিল সেই সম্মেলনে থাকবেন। আশা করছি, সেখান থেকে আমরা ভালো কিছু রেসপন্স পাবো।

তিনি আরও বলেন, কাতার চ্যারিটি, কাতার ফাউন্ডেশনের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা তাদের প্রধান কার্যালয়ে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানিয়েছে। সেখানে প্রধান উপদেষ্টা একটি সাক্ষাৎকার দেবেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/এইচআই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর