Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৫ দিনের মধ্যে আইন করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি এনসিপির

স্টাফ করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২৫ ২০:৩৫ | আপডেট: ২১ এপ্রিল ২০২৫ ২২:৫৯

মোহাম্মদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

ঢাকা: আগামী ১৫ দিনের মধ্যে আইন তৈরি করে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)৷

সোমবার (২১ এপ্রিল) বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মক্রম নিষিদ্ধ, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ দাবি করেন এনসিপি নেতারা ৷

সমাবেশে এনসিপির যুগ্ম সদস্য সচিব আকরাম হোসাইন বলেন, আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, মোহাম্মদপুরে ২০-৩০ জন শহিদ হয়েছে। এখন পর্যন্ত তাদের গেজেট যেমন প্রকাশ করা হয়নি, তেমনি খুনিদের গ্রেফতারও করা হয়নি। এদের মোহাম্মদপুরে গ্রেফতার করতে হলে আলাদা কোনো আইন দরকার নেই। তাদের নামে মামলা হয়েছে, সেই মামলা অনুযায়ী এখন পর্যন্ত আওয়ামী লীগের দোসরদের গ্রেফতার করা হয়নি। যেই ছাত্র-জনতা মোহাম্মদপুর থেকে সন্ত্রাসী চাঁদাবাজ বাহিনীকে বিতাড়িত করেছে, সেই ছাত্র-জনতা আগামী দিনে ঐক্যবদ্ধ হয়ে তাদের বিচার নিশ্চিত করবে।

এনসিপির কেন্দ্রীয় সংগঠক ইমরান ইমন বলেন, আওয়ামী লীগের দোসর, প্রেতাত্মারা এখনো বিভিন্ন জায়গায় রাজপথে নামার সাহস করছে। আমাদের শহিদ ভাইদের রক্ত এখনো শুকায়নি, আর এ গণহত্যাকারী দল রাজপথে আস্ফালন করছে।

আমরা এনসিপির পক্ষ থেকে স্পষ্ট করে বলতে চাই, আওয়ামী লীগের কোনো প্রকার আস্ফালন এনসিপি এবং দেশের মানুষ বরদাস্ত করবে না। যাদের হাতে আমাদের শহিদ ভাইদের রক্তের দাগ লেগে আছে, যারা আমাদের ভাইদের খুন করেছে, গণতন্ত্রকে হত্যা করেছে, নির্যাতন-নিপীড়নের রাজনীতি করেছে, সেই আওয়ামী লীগ বাংলাদেশে কোনো প্রকার রাজনীতি করার নৈতিক অধিকার রাখে না।

এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির বলেন, যে বাংলাদেশে ছাত্র-জনতা থাকবে, সেই বাংলাদেশে ভারতে আরএসএস এর দোসর, জঙ্গিবাদের দোসর আওয়ামী লীগের ঠাঁই হবে না। আমরা বিশ্বাস করি, আওয়ামী লীগ একটি জঙ্গি সংগঠন। আমরা বর্তমান সরকারকে বলতে চাই, আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে পুনর্বাসন করছেন। আপনারা যদি এসব দুরভিসন্ধি করেন, তাহলে আমরা আপনাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো।

বিজ্ঞাপন

রাজধানীর মোহাম্মদপুরে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে এনসিপির বৃহত্তর মোহাম্মদপুর জোন। মিছিলটি মোহাম্মদপুর টাউন হলের শহিদ পার্ক মসজিদ চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে শিয়া মসজিদের টোকিও স্কয়ারে গিয়ে শেষ হয়। এ সময় তাদের ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।এর আগে শহিদ পার্ক মসজিদ চত্বরে মিছিলপূর্ব সমাবেশ করে দলটির নেতাকর্মীরা।

এ সময় সমাবেশে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আশরাফ উদ্দিন, যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন সিফাত, কেন্দ্রীয় সদস্য মনজুর আল হাবিব, শহীদ সৈকতের বাবা মাহবুবুর রহমান, যুগ্ম আহ্বায়ক মুশফিকুর রহমান জোহান, কেন্দ্রীয় সদস্য রফিকুল ইসলামসহ আরও অনেকে।

সারাবাংলা/এফএন/এনজে

আইন আওয়ামী লীগ এনসিপি দাবি নিষিদ্ধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর