অপরাধ হলে মামলার নির্দেশ ডিএমপি কমিশনারের
২১ এপ্রিল ২০২৫ ২০:৫২ | আপডেট: ২১ এপ্রিল ২০২৫ ২২:৫৯
ঢাকা: ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, অপরাধমূলক কোনো ঘটনা আড়াল না করে তা আমলে নিতে হবে। এছাড়া, আমলযোগ্য অপরাধ সংঘটিত হলেই মামলা দায়ের করতে হবে।
সোমবার (২১ এপ্রিল) দুপুরে রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপির পুলিশ কর্মকর্তাদের এ নির্দেশনা দেন তিনি। সভায় মার্চ মাসের সার্বিক অপরাধ পরিস্থিতিতে বিভিন্ন মামলা সংক্রান্ত তথ্য উপস্থাপন ও পর্যালোচনা করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘আমলযোগ্য অপরাধের ঘটনায় অবশ্যই মামলা নিতে হবে। কোনো ঘটনা আড়াল করা যাবে না। মামলার রহস্য উদঘাটন করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার নির্দেশনা দিয়েছেন কমিশনার।’
জানা যায়, ঢাকায় ছিনতাই কমে আসায় মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রশংসা করেন ডিএমপি কমিশনার। তবে আবার যেন এর পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য সবাইকে সজাগ দৃষ্টি রাখারও নির্দেশনা দেন তিনি।
সভায় অংশ নেওয়া তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, ‘মামলা নিষ্পত্তি ও ওয়ারেন্ট তামিল বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে। কোথায় কোথায় ছিনতাই, খুনের মতো ঘটনা বেশি ঘটছে সেসব এলাকায় নজরদারি বাড়ানো, আসামি গ্রেফতার নির্দেশনা দেওয়া হয়েছে। সর্বোচ্চ বিনয়ী থেকে পেশাগত দায়িত্ব পালন ও কোনো অবস্থাতেই দৃষ্টিকটু ও অপেশাদার আচরণ না করার নির্দেশনা দেওয়া হয়েছে।
সারাবাংলা/এমএইচ/এসআর