Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রাইম এশিয়ায় পারভেজ হত্যা: খুনিদের বিচারের দাবিতে শেকৃবি ছাত্রদলের মানববন্ধন

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২৫ ২০:৫৮ | আপডেট: ২১ এপ্রিল ২০২৫ ২২:৫৯

পারভেজের খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) ছাত্রদল।

ঢাকা: প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজের খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) ছাত্রদল।

সোমবার (২১ এপ্রিল) দুপুরে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেইটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘পারভেজ হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি চাই’ স্লোগান লেখা প্লাকার্ড হাতে নিয়ে শেকৃষি ছাত্রদলের কর্মীরা মানবন্ধনে অংশ নেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুস সামাদ, সিনিয়র সহ-সভাপতি মো. তারিফুল ইসলাম তারিফ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফরহাদ হোসেন, শরীফ, সাজু, রাশেদ, রাসেল ও মিরাজসহ ছাত্রদলের শতাধিক নেতা-কর্মী।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/এইচআই

ছাত্রদল নিহত পারভেজ হত্যা প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় বিচারের দাবি শিক্ষার্থী খুন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর