Tuesday 22 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২৫ ২১:১৬

কুমিল্লা: কুমিল্লায় ঝটিকা মিছিল করায় আওয়ামী লীগের আট নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২১ এপ্রিল) বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে পুলিশের বিশেষ অভিযানে নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সদর উপজেলার চাঁনপুর গ্রামের মৃত আলী আশরাফের ছেলে আরিফ, মোগলটুলীর আব্দুল মান্নানের ছেলে আব্দুল হান্নান, রাইচৌ গ্রামের সিরাজুল ইসলামের ছেলে কবির হোসেন, ছোটরার আব্দুল মান্নান ভূঁইয়ার ছেলে মনিরুজ্জামান ভূঁইয়া কিশোর, বরুড়া উপজেলার মিজানুর রহমানের ছেলে আরিফুল ইসলাম, বুড়িচং উপজেলার বানতি গ্রামের আবুল হাশেমের ছেলে জাহিদুল ইসলাম রিমন, দেবিদ্বার উপজেলার চাপানগর গ্রামের বলাই সাহার ছেলে পিয়েল চন্দ্র সাহা ও পাঁচথুবীর তৈলকূপি গ্রামের ফজলু মিয়ার ছেলে মোস্তফা। তারা সবাই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।

বিজ্ঞাপন

কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিনুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সিসিটিভির ফুটেজ দেখে তাদের গ্রেফতার করা হয়েছে। বিকেলে তাদের কারাগারে পাঠানো হয়।

প্রসঙ্গত, রোববার (২০ এপ্রিল) রাত সাড়ে ১১ টার দিকে নগরীর শাসনগাছা এলাকায় মহানগর স্বেচ্ছাসেবক লীগ ঝটিকা মিছিল বের করে।

সারাবাংলা/এসআর

কুমিল্লা গ্রেফতার ঝটিকা মিছিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর