Tuesday 22 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ভারতের ট্রান্সশিপমেন্ট বন্ধ দেশের জন্য ইতিবাচক’

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২৫ ২২:০৮ | আপডেট: ২২ এপ্রিল ২০২৫ ১৬:৫০

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো: ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ দেশের জন্য ইতিবাচক হয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আব্দুল্লাহ আলমগীর।

সোমবার (২১ এপ্রিল) বিমানবন্দরে কার্গো অপারেশন সংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণে একটি জরুরি সভায় তিনি এ মন্তব্য করেন।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল সারাবাংলাকে জানান, ভারত ট্রান্সশিপমেন্ট বন্ধ ঘোষণা করায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি ও রফতানি কার্গো পরিবণনে যে সম্ভাবনা সৃষ্টি হয়েছে, তা পুরোপুরি কাজে লাগাতে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যানের নির্দেশে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বর্তমান প্রেক্ষাপটে রাষ্ট্রীয় স্বার্থ বিবেচনায় নিয়ে বিমানবন্দরের কার্গো হ্যান্ডলিং ক্যাপাসিটি বাড়ানো এবং বিভিন্ন অংশীজনদের মধ্যে সমন্বয় ঘাটতি নিরসনের তাগিদ দেওয়া হয়।

সভায় মধ্যপ্রাচ্য ও ইউরোপসহ বিভিন্ন দেশে কার্গো আমদানি ও রফতানির শর্তগুলো পূরণে প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে আলোচনা হয়। এছাড়া কার্গো টার্মিনালের প্রতিবন্ধকতা নিরসনে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

সভায় বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আব্দুল্লাহ আলমগীর বলেন, ‘ভারতের ট্রান্সশিপমেন্ট বন্ধ করার বিষয়টি আমাদের দেশের জন্য ইতিবাচক। এখন আমরা আত্মনির্ভরশীল হতে পারব। সিভিল এভিয়েশনের চেয়ারম্যান মহোদয় আমাদের দিকনির্দেশনা দিয়েছেন। মন্ত্রণালয় থেকে সহযোগিতা দেওয়া হচ্ছে। এগুলো কাজে লাগিয়ে আমরা আগামী কয়েক মাসের মধ্যে ইউরোপসহ কাঙ্ক্ষিত গন্তব্যে কার্গো পরিবহণ করার সক্ষমতা অর্জন করতে পারব ইনশাআল্লাহ।’

বিজ্ঞাপন

সভায় বিমানবন্দরের কাস্টমস, সিঅ্যান্ডএফ এজেন্টসহ অংশীজনরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/আরডি/পিটিএম

ইতিবাচক ট্রান্সশিপমেন্ট বন্‌ধ ভারত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর