Wednesday 30 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছিনতাইকারীর হাত থেকে অন্যদের রক্ষা করতে গিয়ে প্রাণ দিলেন তরুণ

স্টাফ করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২৫ ২২:৩২ | আপডেট: ২২ এপ্রিল ২০২৫ ১৬:৫০

ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত আরমান হোসেন পাপ্পু। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর তেজগাঁওয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরমান হোসেন পাপ্পু (২২) নামে এক তরুণ নিহত হয়েছেন। তিনি ছিনতাইয়ের শিকার কয়েকজনকে রক্ষা করতে গিয়েছিলেন।

সোমবার (২১এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের পাশে এই ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

পাপ্পুকে হাসপাতালে নিয়ে আসা তার প্রতিবেশি মো. রাজু জানান, তারা তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের পাশে পাপ্পুসহ কয়েকজন মিলে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলেন। তখন পাপ্পু প্রসাব করার কথা বলে রাস্তার পাশে যান। সেখানে কিছুটা অন্ধকার ছিল। এর কয়েক মিনিট পরই অন্ধকার থেকে পাপ্পু ‘ছিনতাইকারী’, ‘ছিনতাইকারী’ বলে চিৎকার করতে থাকে। তখন অন্যরা দৌড়ে এগিয়ে গেলে তিন/চার জন ছিনতাইকারী পালিয়ে যায়। এ সময় সেখানে রক্তাক্ত অবস্থায় পড়েছিল পাপ্পু।

রাজু বলেন, ‘রাস্তার পাশের ওই অন্ধকার জায়গায় অন্য কয়েকজনকে আক্রমণ করেছিল ছিনতাইকারীরা। সেটি দেখেই তাদের বাঁচানোর জন্য চিৎকার করেছিল পাপ্পু। তখনই ছিনতাইকারীরা তার পায়ে ও মুখে ছুরিকাঘাত করে। তবে তার কাছ থেকে কিছু ছিনিয়ে নেয়নি।’

নিহত পাপ্পুর বাবা মো. একরাম হোসেন জানান, বেসরকারি প্রতিষ্ঠান দারাজে চাকরি করেন পাপ্পু। রাত্রিকালীন ডিউটি চলছিল তার। রাত ৯টার দিকে অফিসে যাওয়ার কথা ছিল। এজন্য সারাদিন বাসায় ছিলেন। সন্ধ্যায় বাবার মানিব্যাগ থেকে ১০টাকা নিয়ে বাসার বাইরে বের হয়েছিলেন। এর ১০ মিনিট পরই বাবার কাছে খবর আসে ছিনতাইকারীরা পাপ্পুকে কুপিয়ে আহত করেছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে দ্রুত শমরিতা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেন।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার আন্দারমানিক গ্রামে। পরিবার নিয়ে তেজগাঁও বেগুনবাড়ি এলাকায় থাকেন। তিন ভাইবোনের মধ্যে পাপ্পু ছিলেন দ্বিতীয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, রাতে ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়। এর পর চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। মরদহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী শামীমুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে যতটুক জানা গেছে, ছিনতাইকারীদের ধরিয়ে দিতে সহযোগিতা করেন আরমান। এ কারণে তিন যুবক তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে হাসপাতালে আরমান মারা যায়। বিষয়টি আরও তদন্ত করে দেখা হচ্ছে।’

সারাবাংলা/এসএসআর/পিটিএম

ছিনতাই টপ নিউজ তরুণ প্রাণ দিলেন রক্ষা করতে গিয়ে

বিজ্ঞাপন

ইয়াশ-তটিনীর 'কী মায়ায় জড়ালে'
৩০ এপ্রিল ২০২৫ ১৬:৩৬

আরো

সম্পর্কিত খবর