Wednesday 30 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবচেতন করে চুরি, তিন জনের ৫ বছর করে কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২৫ ২২:৩২

মুন্সীগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত

মুন্সীগঞ্জ: জেলায় সদর উপজেলার শহরের খালইষ্ট এলাকায় এক পরিবারের চারজনকে জুসের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে চুরির ঘটনার মামলায় তিন আসামিকে পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় দেওয়া হয়।

সোমবার (২১ এপ্রিল) বিকেলে মুন্সীগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গাজী দেলোয়ার হোসেন এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন বেঞ্চ সহকারী বুলবুল আহম্মেদ।

বিজ্ঞাপন

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন— ভোলা জেলার দৌলতখান উপজেলার মধ্যম কলাকোফা গ্রামের লিটন মিয়ার ছেলে রিয়াজউদ্দিন সুমন (২৫), মৃত তোফাজ্জল হোসেনের ছেলে লিটন মিয়া (৪৫) ও লিটন মিয়ার ছেলে বিরাজুল ইসলাম (২৮)। রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

মামলা সূত্রে জানা গেছে, ২০২৩ সালে আসামি রিয়াজউদ্দিনসহ লিটন মিয়া ও বিরাজুল ইসলাম মিলে একলাস মিয়ার ঘরে থাকা তিন মেয়েসহ তার বৃদ্ধা শাশুড়িকে জুসের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে ঘরের আলমারি থেকে তিন ভরি সোনার গহনা ও ১১ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।

পরে একলাস মিয়া মুন্সীগঞ্জ সদর থানায় অভিযোগ করেন। থানা পুলিশ আসামিদের খবর দিলে তারা থানায় এসে ঘটনার বিষয়ে স্বীকার করে এবং বাদির সমস্ত কিছু ফেরত দিবে বলে অঙ্গীকার করে। পরে ফেরত না দেওয়ায় ১৩ নভেম্বর মুন্সীগঞ্জ আদালতে এসে মামলা দায়ের করেন একলাস।

সারাবাংলা/এইচআই

অবচেতন করে চুরি কারাদণ্ড ঘুমের ওষুধ মুন্সীগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত