ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় সমমনা জোট ও লেবার পার্টি
২১ এপ্রিল ২০২৫ ২২:৪৫ | আপডেট: ২১ এপ্রিল ২০২৫ ২২:৪৭
ঢাকা: চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চায় জাতীয়তাবাদী সমমনা জোট ও বাংলাদেশ লেবার পার্টি।
সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক শেষে অপেক্ষমাণ সাংবাদিকদের তারা কথা জানান।
বাংলাদেশ লেবার পার্টি চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, ‘আমরা দীর্ঘ ১৭ বছর গণতন্ত্র ও ভোটের অধিকারের জন্য আন্দোলন সংগ্রাম করেছি। ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। অন্তর্বর্তী সরকার গত ৮ মাস ধরে দায়িত্ব পালন করছে। ড. মুহাম্মদ ইউনূসকে সকল রাজনৈতিক দলের সম্মতিতে সেই দায়িত্ব দেওয়া হয়েছে, এ জন্য তার কাছে আমাদের প্রত্যাশাও অনেক।’
তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার একটা স্বল্প সময়ের জন্য গঠিত হয়। ড. মুহাম্মদ ইউনূস একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। তিনি দায়িত্ব নেওয়ায় বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হয়েছে। তেমনি আমাদের প্রত্যাশার জায়গাটাও অনেক বেড়েছে। আমরা মনে করি তিনি একটি গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে এ দেশের মানুষকে ভোটের অধিকার ফিরিয়ে দেবেন। আমাদের দাবি হচ্ছে, আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করা। এ জন্য দ্রুত একটা রোডম্যাপ দিতে হবে।’
জাতীয়তাবাদী সমমনা জোটের জোটের প্রধান ও এনপিপি’র চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ সংবাদিকদের বলেন, ‘‘দীর্ঘ ১৬ বছর শেখ হাসিনার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি এক দফা দাবিতে। সেটি হল শেখ হাসিনার পতন এবং নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে একটি নির্বাচন। আমাদের একটা দফা অলরেডি জয়ী হয়েছি। এখন হচ্ছে নির্বাচনের ব্যাপারটা। নির্বাচনের জন্য ইলেকশন কমিশন ইতোমধ্যে সবাইকে জানিয়ে দিয়েছে, জুনের ভেতর তারা জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত আছে এবং সংস্কার কমিশনও বলেছে মে মাসের শেষের দিকে তারা সংস্কার শেষ করবে।’’
তিনি বলেন, ‘‘ইতোমধ্যে প্রধান উপদেষ্টা কয়েকবার বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। আবার তিনি এখন বলেছেন ডিসেম্বর টু জুন। এরমধ্যে ফেব্রুয়ারি মাসে আমাদের রোজা, তারপর মার্চের শেষে পরীক্ষা আছে। এপ্রিল-মে মাসে এ দেশে বর্ষা আবহাওয়ার কারণে নির্বাচন সম্ভব না। তাই আমরা চাই ডিসেম্বরের ভেতর নির্বাচন হোক এবং নির্বাচনের জন্য এই সরকার একটা রোডম্যাপ দিক।’’
সারাবাংলা/এজেড/এইচআই
টপ নিউজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিএনপি বিএনপির চেয়ারপারসন লেবার পার্টি