Wednesday 30 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে দায়িত্বে অবহেলা করায় ১২ শিক্ষককে অব্যাহতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২৫ ২৩:২৪

এসএসসি পরীক্ষা। সারাবাংলার ফাইল ছবি

নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় দায়িত্বে অবহেলা করায় ১২ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহিত দেওয়া হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সোনাইমুড়ী উপজেলা কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বীন আল জান্নাত।

এরআগে, সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার খলিলুর রহমান ডিগ্রি কলেজ ও জয়াগ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

অব্যাহতিপ্রাপ্ত শিক্ষকরা হচ্ছেন— উপজেলার নজরুল একাডেমি উচ্চ বিদ্যাললের সহকারী শিক্ষক শ্যামল কুমার, নুরুল ইসলাম, কেশারপাড় বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষক মোস্তফা সুজন, সোনাপুর আলী আকবর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সাইফুল আলম, মো.তাজুল ইসলাম, শিক্ষিকা ফেরদাউস আক্তার, খলিলুর রহমান উচ্চ বিদ্যালয় শিক্ষিকা নূর-এ-জান্নাত, শিক্ষক জাবেদ হোসেন, মাহাবুবের নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শাহাদাত বানু, আজিমুল ইসলাম ও বীরশ্রেষ্ঠ রুহুল আমিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাকির হোসেন।

সোনাইমুড়ী উপজেলা কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বীন আল জান্নাত বলেন, সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার খলিলুর রহমান ডিগ্রি কলেজ ও জয়াগ উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে গণিত পরীক্ষা চলছিল। ওই সময় কেন্দ্র পরিদর্শনে যাই। সেখানে কেন্দ্রে গিয়ে দেখা যায় শিক্ষকদের উপস্থিতিতে দুটি কেন্দ্রে শিক্ষার্থীরা হট্রগোল করছে। এ সময় শিক্ষকরা নিরবভাবে বসে ছিলেন। বিষয়টি আমার নজরে এলে দায়িত্ব অবহেলার প্রমাণ পেয়ে দুটি পরীক্ষা কেন্দ্রের ১২জন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

তিনি আরও জানান, অব্যাহতি পাওয়া শিক্ষকরা বাকি পরীক্ষাগুলোতে দায়িত্ব পালন করতে পারবেন না।

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচআই

এসএসসি এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষা দায়িত্বে অবহেলা শিক্ষক অব্যাহতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর