Tuesday 22 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভ্যাগ্যকুল ইউপির চেয়ারম্যান শাহাদাৎ গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২৫ ২৩:৩০

ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাৎ। ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জ: জেলার শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাৎকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কামারগাঁও এলাকার তার নিজ বাড়ি থেকে তাকে প্রথমে আটক করে থানায় নিয়ে যায় শ্রীনগর থানা পুলিশ। পরে তাকে সদর থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় গ্রেফতার দেখানো হয়।

গ্রেফতার মনোয়ার হোসেন শাহাদাৎ কামারগাঁও এলাকার মৃত কাজী ফজলুল হকের ছেলে। তিনি বর্তমান ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য। এ ছাড়াও, তিনি ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাকিল আহম্মেদ বলেন, ‘ইউপি চেয়ারম্যানকে আটক করে মুন্সীগঞ্জ সদর থানায় পাঠানো হয়েছে।’

এ ব্যাপারে সদর থানার ওসি এম সাইফুল আলম রাত পৌনে ১১ টার দিকে বলেন, ‘ইউপি চেয়ারম্যানকে আটক করে মুন্সীগঞ্জ সদর থানায় আনা হয়েছে। তাকে বৈষম্যবিরোধী আন্দোলনের দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।’

সারাবাংলা/পিটিএম

ইউপি চেয়ারম্যান গ্রেফতার ভাগ্যকুল

বিজ্ঞাপন

বিকেলে বিএনপির যৌথ সভা
২২ এপ্রিল ২০২৫ ১০:৩৭

আরো

সম্পর্কিত খবর