Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেকনাফে যৌথবাহিনীর সঙ্গে গোলাগুলি, অপহরণকারী চক্রের প্রধান আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২৫ ২৩:৪২ | আপডেট: ২২ এপ্রিল ২০২৫ ০০:০৮

গুলিবিদ্ধ মোহাম্মদ রফিক চিকিৎসাধীন রয়েছেন।

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের পাহাড়ি এলাকায় যৌথ বাহিনীর সঙ্গে গোলাগুলিতে মাদক ব্যবসায়ী ও অপহরণকারী চক্রের প্রধান মোহাম্মদ রফিককে আটক করেছে যৌথ বাহিনী।

সোমবার (২১ এপ্রিল) রাত ৮ টায় টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

ওসি জানান, সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম মহেশখালিয়া পাড়া সংলগ্ন পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ মোহাম্মদ রফিক (২৮) একই এলাকার আব্দুস সালামের ছেলে।

পুলিশ জানিয়েছে, আটক মোহাম্মদ রফিক একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ডাকাতদলের প্রধান। তার নেতৃত্বে টেকনাফের পাহাড়ি এলাকায় সক্রিয় একটি সন্ত্রাসী বাহিনী রয়েছে। বাহিনীটির বিরুদ্ধে মাদকপাচার, অপহরণ ও ডাকাতিসহ নানা অভিযোগ রয়েছে। আটক রফিকের বিরুদ্ধে এসব অভিযোগে দের ডজনের বেশি মামলা রয়েছে।

ওসি গিয়াস উদ্দিন বলেন, সোমবার সন্ধ্যায় টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম মহেশখালিয়া পাড়ায় জনৈক ব্যক্তির বসত ঘরে সংঘবদ্ধ অপরাধী চক্রের কতিপয় লোকজন অবস্থানের খবরে নৌবাহিনী ও পুলিশের একটি যৌথদল অভিযান চালায়। এতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সন্দেহজনক বসত ঘরটি ঘিরে ফেললে উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে চক্রটি। এ সময় আত্মরক্ষার্থে যৌথ বাহিনীর সদস্যরাও পালটা গুলি ছুড়ে।

তিনি বলেন, একপর্যায়ে ৭-৮ জন দূর্বৃত্ত গুলি ছুড়তে ছুড়তে গহীন পাহাড়ি এলাকার দিকে পালিয়ে যায়। পরে পালানোর সময় গুলিবিদ্ধ অবস্থায় রফিককে আটক করতে সক্ষম হই।

ওসি আরও বলেন, গুলিবিদ্ধ মোহাম্মদ রফিককে উদ্ধার করে যৌথ বাহিনীর সদস্যরা হ্নীলা হেলথ কেয়ার হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠান।

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচআই

অপহরণকারী চক্রের প্রধান গোলাগুলি মাদক ব্যবসায়ী আটক মোহাম্মদ রফিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর