আ. লীগকে নিষিদ্ধ চায় বিএনপিও তবে সেটা জামায়াতের মতো করে নয়: এমরান সালেহ
২১ ফেব্রুয়ারি ২০২৫ ২২:১৬ | আপডেট: ২২ এপ্রিল ২০২৫ ০২:৩৮
বিএনপি’ও আওয়ামী লীগকে নিষিদ্ধ চায়, তবে সেটা আওয়ামী লীগের সময় যেভাবে জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছিল সেভাবে নয় বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, আমরা চাই জনগন আওয়ামী লীগকে নিষিদ্ধ করুক বা আদালত নিষিদ্ধ করুক।
রোববার (২০ এপ্রিল) সারাবাংলা ডটনেটের এক লাইভ শো’তে এমন মন্তব্য করেছেন এমরান সালেহ প্রিন্স। লাইভ শো’তে আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ন সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির।
জয়নাল আবেদীন শিশিরের এক প্রশ্নের জবাবে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ‘আমরা আওয়ামী লীগের নিষিদ্ধ চাই। আওয়ামী লীগের দাড়া সবচেয়ে বেশি নির্যাতিত দল হচ্ছে বিএনপি। এ পর্যন্ত বিএনপির প্রায় ৬০ লক্ষ নেতা-কর্মীর বিরুদ্ধে মিত্যা, বানোয়াট, ভিত্তিহীন মামলা দিয়ে তাদেরকে হয়রানি করা হয়েছে গত ১৫ বছর ধরে। আমাদের প্রায় ৩ লক্ষের বেশি নেতা-কর্মীকে বিভিন্ন সময় জেল খাটানো হয়েছে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে একদম ওয়ার্ড লেভেলের কর্মী পর্যন্ত।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ তো একটা ফ্যাসিস্ট। আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই। কিন্তু সেটা আওয়ামী লীগ আমলে জামায়াতকে যেভাব একটা প্রজ্ঞাপনের মাধ্যমে নিষিদ্ধ করা হয়েছিল সেভাবে নয়। আমরা চেয়েছি জনগন নিষিদ্ধ করুক অথবা আদালত নিষিদ্ধ করুক।’
আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাই। আওয়ামী লীগের কবর রচিত হয়েছে। আওয়ামী লীগ ফ্যাসিবাদের জন্ম দিয়েছে। তারা ছাত্র-জনতাকে হত্যা করে যেভাবে রক্তাক্ত হয়েছে। মায়ের বুক খালি করেছে, গণতন্ত্রকে হত্যা করেছে, মানবাধিকার হরন করেছে। তাদের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই। তবে আমরা চেয়েছি কোনো একটা রাজনৈতিক দল কিংবা কোনো একটা সরকার প্রজ্ঞাপনের মাধ্যমে নয়, এটা আইনের মাধ্যমে, আদালতের মাধ্যমে, জনগনের রায়ের মাধ্যমে নিষিদ্ধ ঘোষণা করা হোক।
অনেক আগ থেকেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা দাবি তুলে আসছে জাতীয় নাগরিক পার্টি (এনসিসি)। সম্প্রতি সেই দাবিটি আরও জোড়ালো হচ্ছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটি।
সারাবাংলা/এসএইচএস