Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজ দেশে পালিত হচ্ছে বিশ্ব অটিজম সচেতনতা দিবস

স্টাফ করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২৫ ০৯:৪৪

ঢাকা: অটিজম বিষয়ে সামাজিক সচেতনতা সৃষ্টি ও অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তির অধিকার প্রতিষ্ঠায় স্নায়ুবৈচিত্র্যের অগ্রগতি এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনকে চিন্তা করে ‘স্নায়ু বৈচিত্র্যকে বরণ করি, টেকসই সমাজ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ (মঙ্গলবার) পালিত হচ্ছে বাংলাদেশে ১৮তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস।

প্রতি বছর ২ এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন করা হয়। এ বছর ওই সময় ঈদুল ফিতরের সরকারি ছুটি থাকায় আজ ২২ এপ্রিল ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে ১৮তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হবে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

প্রতি বছর সারাবিশ্বে আড়ম্বরপূর্ণ আয়োজনে বিশ্ববাসীকে সচেতন করতে দিবসটি পালন করা হয়। অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু ও বয়স্কদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়তার প্রয়োজনীয়তাকে তুলে ধরতে জাতিসংঘ সাধারণ পরিষদ ২০০৭ খ্রিস্টাব্দে ২ এপ্রিলকে বিশ্ব অটিজম সচেতনতা দিবস হিসেবে পালনের সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণের পর থেকে প্রতি বছরই দিবসটি পালন করা হয়।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তথ্যমতে, দেশের সবশেষ আদমশুমারি অনুযায়ী, দেশে অটিস্টিক তথা প্রতিবন্ধী শিশুর সংখ্যা আনুমানিক দেড় লাখ। বাংলাদেশে ৯ দশমিক ৭ শতাংশ মানুষ প্রতিবন্ধী।

সূত্রমতে, ২০১৩-১৬ সালে দেশে অটিজম শিশুর সংখ্যা ছিল ৪১ হাজার ৩২৯ (সূত্র- প্রতিবন্ধী শনাক্তকরণ জরিপ, সমাজসেবা অধিদফতর ওয়েবসাইট)। চলতি বছরে তা আরও বেড়েছে। এদিকে বেশ কিছুদিন আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক জরিপে বলা হয়েছে, ঢাকা শহরে প্রতিবন্ধী শিশুর হার তিন শতাংশ আর ঢাকার বাইরে দশমিক সাত শতাংশ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএন/এসডব্লিউ

বিশ্ব অটিজম সচেতনতা দিবস