Tuesday 22 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বায়ুদূষণের শীর্ষে দিল্লি, দূষণ বেড়েছে ঢাকাও

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২৫ ০৯:৫১ | আপডেট: ২২ এপ্রিল ২০২৫ ১২:৪৮

দিল্লিতে বায়ুদূষণ।

ঢাকা: বিশ্বে বায়ুদূষণ রয়েছে এমন শহরগুলোর শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। এদিকে বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থা আরও খারাপ হয়েছে। গতকালের অবস্থান ১৯ থেকে ১৪ নম্বরে নেমেছে। ঢাকার আজকের স্কোর ১১৪।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ৮টায় আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার এ তথ্য দিয়েছে।

সংস্থাটির তথ্যানুযায়ী, শীর্ষে থাকা দিল্লির স্কোর ১৯৯। এখানকার বাতাস আজ অস্বাস্থ্যকর। দ্বিতীয় স্থানে বাগদাদ। এই শহরের স্কোর ১৮৩। ১৭৯ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে কায়রো শহর। ১৭২ স্কোর নিয়ে চতুর্থ নম্বরে কাঠমান্ডু। আর পাঁচ নম্বরে পাকিস্তানের লাহোর। লাহোরের স্কোর ১৭২। এছাড়াও এই বায়ু দূষণের তালিকায় রয়েছে চীনের সাংহাই, কাম্পালা, ভিয়েতনামের হ্যানয়, উহান, কোলকাতা, করাচি, মঙ্গোলিয়ার উলানবাটার, উজবেকিস্তান, দু্বাই, রোটারড্যামের মতো পরিচ্ছন্ন শহরও।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয় সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১৬০ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

সারাবাংলা/জেআর/এসডব্লিউ

দূষিত ঢাকা বায়ুদূষণের শীর্ষে দিল্লি