এনআইডি সংশোধনে গতি বাড়াতে জেলা নির্বাচন কর্মকর্তাদের ক্ষমতা বাড়াল ইসি
২২ এপ্রিল ২০২৫ ১৪:১২ | আপডেট: ২২ এপ্রিল ২০২৫ ১৫:২৩
ঢাকা: জাতীয় পরিপত্র (এনআইডি) সংশোধনে অধিকতর জটিল আবেদন নিষ্পত্তির ক্ষমতা পেলেন জেলা নির্বাচন কর্মকর্তারা। এতোদিন এই ক্ষমতা ছিল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও এনআইডি মহাপরিচালকের হাতে।
মঙ্গলবার (২৩ এপ্রিল) নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।
সম্প্রতি জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক মো. আব্দুল হালিম খান এর সই করা এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে বলে সূত্র জানায়।
সূত্রমতে, আগামী জুনের মধ্যে ঝুলে থাকা ৪ লাখ এনআইডি সংশোধন সংক্রান্ত আবেদন ক্রাশ প্রোগ্রামের মাধ্যমে নিষ্পত্তি নিষ্পত্তি করার উদ্যোগ নিয়েছে কমিশন। কিন্তু কার্যক্রমের অগ্রগতি কম হওয়ায় অধিকতর জটিল আবেদন (গ ক্যাটাগরি) মাঠ পর্যায়ে নিষ্পত্তির জন্য এ সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
ওই অফিস আদেশে বলা হয়েছে, এনআইডি পরিচালনার অংশ হিসেবে ‘গ’ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তির জন্য ৬৪ জেলার সব জেলা নির্বাচন কর্মকর্তাদের ক্ষমতা দেওয়া হয়েছে। এর আগে শুধুমাত্র এই ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি করতে পারতেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা। এছাড়াও ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম ও ময়মনসিংহ অঞ্চলের আবেদন সংখ্যা বিবেচনায় সংশ্লিষ্ট সিনিয়র জেলা/জেলা নির্বাচন কর্মকর্তাদের পাশাপাশি জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তাদের ক্ষমতা দেওয়া হয়েছে।
এছাড়া বৃহত্তর ১৯টি সিনিয়র জেলার ‘খ’ ক্যাটাগরির অনিষ্পন্ন আবেদন নিষ্পত্তির জন্য বিশেষ কার্যক্রম (ক্রাশ প্রোগ্রাম) পরিচালনার জন্য সংশ্লিষ্ট অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তাদের ক্ষমতা দেওয়া হয়েছে এবং ঢাকা ও চট্টগ্রাম জেলার আবেদন সংখ্যা বিবেচনায় সংশ্লিষ্ট অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তাদের পাশাপাশি উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তাদেও ক্ষমতা দেওয়া হয়েছে। ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা তাদের অঞ্চলের/জেলার অনিষ্পন্ন আবেদনগুলো ৩০ জুনের মধ্যে নিষ্পত্তি করবেন।
অফিস আদেশে আরও বলা হয়, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা ‘গ’ ক্যাটাগরির আবেদনগুলো নিষ্পত্তিসহ বিশেষ কার্যক্রম (ক্রাশ প্রোগ্রাম) সফল করতে প্রয়োজনীয় সমন্বয় ও তত্ত্বাবধান করবেন বলেও অফিস আদেশে জানানো হয়। ঢাকা ও চট্টগ্রাম জেলার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তারা নিজ দায়িত্ব পালনের পাশাপাশি বিশেষ কার্যক্রম (ক্রাশ প্রোগ্রাম) এর সমন্বয় ও তত্ত্বাবধান করবেন। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ অবশ্যই পুরাতন আবেদনসমূহ অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করবেন। সেই সঙ্গে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে পরিচালক (পরিচালনা) বিশেষ কার্যক্রম (ক্রাশ প্রোগ্রাম) সামগ্রিক বিষয় মনিটরিং এবং প্রতি ১৫ দিন অন্তর অন্তর এই কাজের অগ্রগতির প্রতিবেদন এনআইডি মহাপরিচালককে অবগত করবেন।
সারাবাংলা/এনএল/আরএস