Wednesday 30 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

আন্তর্জাতিক ডেস্ক
২২ এপ্রিল ২০২৫ ১৩:১৫ | আপডেট: ২২ এপ্রিল ২০২৫ ১৪:২৬

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ২০০ কোটি ডলারেরও বেশি অর্থায়ন বন্ধের জন্য মামলা দায়ের করেছে। সোমবার (২১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সভাপতি অ্যালান গার্বার এক বিবৃতিতে এ তথ্য জানান। বৃটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এদিন রাতেই এক বিবৃতিতে হোয়াইট হাউস এর প্রতিক্রিয়া জানিয়েছে।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দায়ের করা মামলায় মার্কিন সরকারের কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্থার নাম উল্লেখ করা হয়েছে, যার মধ্যে রয়েছে শিক্ষা, স্বাস্থ্য, বিচার, জ্বালানি বিভাগ এবং সাধারণ পরিষেবা প্রশাসন।

বিজ্ঞাপন

হার্ভার্ডের সভাপতি অ্যালান এম. গার্বার সোমবার বিশ্ববিদ্যালয়কে লেখা এক চিঠিতে বলেন, ‘সরকারের অতিরিক্ত তহবিলের পরিণতি গুরুতর এবং দীর্ঘস্থায়ী হবে। ট্রাম্প প্রশাসনের অবৈধ দাবি মেনে নিতে অস্বীকৃতি জানানোর পর, গত সপ্তাহে ফেডারেল সরকার একের পর এক পদক্ষেপ নিয়েছে। তহবিল স্থগিত করাকে বেআইনি এবং সরকারের ক্ষমতার বাইরে হিসেবে অভিহিত করছি।’

গার্বার বলেন, তহবিল স্থগিতকরণ শিশু ক্যান্সার, আলঝাইমার রোগ এবং পার্কিনসন রোগ সম্পর্কিত গবেষণাসহ সমালোচনামূলক গবেষণাকে প্রভাবিত করেছে।

প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা, যিনি হার্ভার্ডের প্রাক্তন ছাত্র, বলেছেন যে তিনি বিশ্ববিদ্যালয়টিকে সমর্থন করেন।

ডোনাল্ড ট্রাম্প ২২০ কোটি বিলিয়ন ডলারের ফেডারেল তহবিল স্থগিত করেছেন এবং বিশ্ববিদ্যালয়ের কর-মুক্ত মর্যাদাকেও হুমকির মুখে ফেলেছেন।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দায়ের করা মামলায় মার্কিন সরকারের কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্থার নাম উল্লেখ করা হয়েছে, যার মধ্যে রয়েছে শিক্ষা, স্বাস্থ্য, বিচার, জ্বালানি বিভাগ এবং সাধারণ পরিষেবা প্রশাসন।

বিজ্ঞাপন

সম্প্রতি, ট্রাম্প প্রশাসন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে তাদের নীতিতে পরিবর্তন আনতে নির্দেশ দিয়েছিল, বিশেষত ইহুদি-বিদ্বেষ মোকাবিলায়। কিন্তু হার্ভার্ড কর্তৃপক্ষ এসব নির্দেশ মেনে নিতে অস্বীকৃতি জানালে, হোয়াইট হাউস তহবিল বন্ধ করার পাশাপাশি কর-ছাড় সুবিধা বাতিলের হুমকি দেয়।

‘হার্ভার্ডের মতো প্রতিষ্ঠানগুলিকে ফেডারেল সহায়তার তীব্র ধারা, যারা তাদের অতিরিক্ত বেতনভোগী আমলাদের সংগ্রামরত আমেরিকান পরিবারগুলির ট্যাক্স ডলার দিয়ে সমৃদ্ধ করে, তাদের জন্য যে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছিল তা শেষ হয়ে আসছে। করদাতাদের তহবিল একটি বিশেষাধিকার, এবং হার্ভার্ড এই বিশেষাধিকার অর্জনের জন্য প্রয়োজনীয় মৌলিক শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছে’, হোয়াইট হাউসের মুখপাত্র হ্যারিসন ফিল্ডস বলেছেন।

তহবিল ছাড়াও, ট্রাম্প প্রশাসন কয়েকদিন আগে হার্ভার্ডের আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তির ক্ষমতাকেও হুমকির মুখে ফেলেছিল।

ম্যাসাচুসেটসে অবস্থিত এই বিশিষ্ট মার্কিন বিশ্ববিদ্যালয়ই একমাত্র প্রতিষ্ঠান নয় যে ফেডারেল ডলার আটকে রাখার মুখোমুখি হয়েছে, যা নতুন বৈজ্ঞানিক অগ্রগতির তহবিলে বিশাল ভূমিকা পালন করে।

গত বছর ফিলিস্তিনি-পন্থী ক্যাম্পাস বিক্ষোভের কেন্দ্রস্থল কলম্বিয়া বিশ্ববিদ্যালয়, ৪০০ মিলিয়ন ডলার ফেডারেল তহবিলের হুমকির পর কিছু দাবিতে সম্মত হয়েছে।

হার্ভার্ডের কাছে দাবিগুলির মধ্যে ছিল বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমের সরকার-অনুমোদিত বহিরাগত নিরীক্ষার পাশাপাশি নিয়োগ এবং ভর্তির তথ্যের সাথে সম্মতি। প্রতিক্রিয়ায়, হার্ভার্ড একটি তীব্র চিঠি প্রকাশ করে সেগুলি প্রত্যাখ্যান করে।

সারাবাংলা/এমপি

ট্রাম্প প্রশাসন মামলা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর