Tuesday 22 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জব্বারের বলীখেলা
আসছেন বলীরা, মূল সড়কে বসবে না মেলা

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২৫ ১৭:১১ | আপডেট: ২২ এপ্রিল ২০২৫ ১৮:১৯

জব্বারের বলীখেলার আসর বসছে ২৪ এপ্রিল। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো: ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলীখেলায় অংশ নিতে দেশের বিভিন্নপ্রান্ত থেকে বলীরা চট্টগ্রামে আসতে শুরু করেছেন। আগামী শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে নগরীর লালদিঘী মাঠে বলীর আসর বসবে। বলীখেলা উপলক্ষ্যে তিনদিনের বৈশাখী মেলা শুরু হবে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) থেকে। তবে এবার যানজট এড়াতে পুলিশের পরামর্শ মেনে মূল সড়কে মেলার কোনো দোকানপাট বসবে না বলে জানিয়েছেন আয়োজকরা।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে চসিক পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন বলীখেলা আয়োজক কমিটির সদস্য সচিব ও প্রয়াত আবদুল জব্বার সওদাগরের নাতি শওকত আনোয়ার বাদল।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে জানানো হয়, শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে লালদিঘী মাঠে বলীখেলার উদ্বোধন করবেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। এবারের আয়োজনে পৃষ্ঠপোষকতা দিচ্ছে গ্রামীণফোন।

বলীখেলা আয়োজক কমিটির আহ্বায়ক ও প্রধান বিচারক হাফিজুর রহমান জানান, দেশের বিভিন্নপ্রান্ত থেকে বলীখেলায় অংশগ্রহণেচ্ছু তরুণ-যুবকরা এরই মধ্যে আসতে শুরু করেছেন। তাদের লালদিঘীর পাড়ে চসিক পাবলিক লাইব্রেরি মিলনায়তনে থাকার ব্যবস্থা করা হয়েছে। বিজয়ীদের জন্য পুরস্কারের পাশাপাশি অংশগ্রহণকারী প্রত্যেক বলীর জন্য এবার সম্মানির ব্যবস্থা করা হয়েছে।

দোকান বিক্রি, দখল, চাঁদাবাজি রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে থাকার অনুরোধ করেছেন আয়োজকরা।

সংবাদ সম্মেলন থেকে বৃটিশবিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক আবদুল জব্বার সওদাগরকে নিয়ে গবেষণা, লালদিঘী চত্বরকে আবদুল জব্বার সওদাগরের নামে নামকরণ, বলীখেলা চর্চায় একাডেমি প্রতিষ্ঠা, আবদুল জব্বার সওদাগরকে স্বাধীনতা পুরস্কার প্রদানের দাবি জানানো হয়েছে। এছাড়া ইউনেস্কোর স্বীকৃতি পেতে চট্টগ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি নিয়ে শক্তিশালী পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে।

বিজ্ঞাপন

গ্রামীণফোনের চট্টগ্রাম সেন্ট্রাল রিজিয়নের রিজিওনাল হেড মোহাম্মদ মোরশেদ আহমেদ বলেন, ‘জব্বারের বলীখেলার মতো একটি ঐতিহ্যবাহী ও জনপ্রিয় আয়োজনে অংশ হতে পেরে গ্রামীণফোন গর্বিত। এর আগেও আমরা এই আয়োজনের পৃষ্ঠপোষক ছিলাম। আমরা স্থানীয় ঐতিহ্য, সংস্কৃতি ও কৃষ্টির প্রতি শ্রদ্ধাশীল। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে এমন আয়োজনের পাশে থাকতে সংকল্পবদ্ধ গ্রামীণফোন।’

চট্টগ্রামে এবার ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলীখেলার ১১৬তম আসর বসছে। বৃটিশ শাসনের বিরুদ্ধে যুবসমাজকে জাগাতে ১৯০৯ সালের ১২ বৈশাখ চট্টগ্রামের লালদীঘি ময়দানে প্রথম বলীখেলার আয়োজন করেন চট্টগ্রাম শহরের বদরপাতির বনেদি ব্যবসায়ী আব্দুল জব্বার সওদাগর। এর ধারাবাহিকতায় প্রতিবছর এদিনে বলীখেলা অনুষ্ঠিত হয়ে আসছে। কালক্রমে এর সঙ্গে যুক্ত হয়েছে বৈশাখী মেলাও।

বলীখেলা দেখতে প্রতিবছর দেশের বিভিন্নপ্রান্ত থেকে লোকজন ভিড় করেন লালদিঘী ময়দানে। এছাড়া দূর-দূরান্ত থেকে হস্তজাত, গৃহস্থালীসহ নানা পণ্যের পসরা নিয়ে আসেন ক্ষুদ্র বিক্রেতারা।

সংবাদ সম্মেলনে চট্টগ্রাম প্রেসক্লাবের অন্তর্বর্তী কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচি, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শাহ নওয়াজ, চসিকের সাবেক কাউন্সিলর ইসমাইল বালীসহ আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/আরডি/পিটিএম

জব্বারের বলীখেলা টপ নিউজ বলী লালদিঘী মাঠ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর