আপিল বিভাগের ৩ সিনিয়র বিচারপতি থেকে প্রধান বিচারপতি নিয়োগের পক্ষে বিএনপি
২২ এপ্রিল ২০২৫ ১৮:০৩ | আপডেট: ২২ এপ্রিল ২০২৫ ১৯:৩৭
ঢাকা: ভবিষ্যতে যাতে বিতর্কিত কোনো ব্যক্তি প্রধান বিচারপতি হতে না পারেন, সেজন্য আপিল বিভাগের ৩ সিনিয়ির বিচারপতির মধ্য থেকে প্রধান বিচারপতি নিয়োগের পক্ষে বিএনপি।
মঙ্গলবার (২২ এপ্রিল) জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপের প্রথম বিরতিতে সাংবাদিকদের এ তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘সংস্কার কোনো তাড়াহুড়োর বিষয় নয়, সব কিছু আইনানুগ ও সাংবিধানিকভাবে হতে হবে। পাঁচ কমিশনের দেওয়া সংস্কার প্রস্তাবনার ওপর আমরা ধারাবাহিক মতামত দিচ্ছি। আশা করছি আজকে আমাদের মতামত দেওয়ার কাজটি সম্পন্ন করতে পারব।’
তিনি বলেন, ‘বিচার বিভাগীয় সংস্কার কমিশন নিয়ে আলোচনা চলছে। প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে আপিল বিভাগের জ্যেষ্ঠ তিনজন বিচারকের মধ্য থেকে প্রধান বিচারপতির নিয়োগের বাধ্যবাধকতা করার প্রস্তাবনা জানিয়েছে বিএনপি। এছাড়া রাষ্ট্রপতির অভিসংশন নিয়ে সংসদের উভয় কক্ষের দুই তৃতীয়াংশের ঐকমত্যের প্রস্তাবনার কথা বলা হয়েছে।’
সালাহউদ্দিন বলেন, ‘‘রাষ্ট্রপতির বিদ্যমান ক্ষমতার বাইরে আরও কী কী ক্ষমতা বৃদ্ধি করা যায় সেটা উল্লেখ করে সংবিধানের ৪৮(৩) অনুচ্ছেদের পর আরেকটি অনুচ্ছেদ যুক্ত করার পক্ষে বিএনপি মত দিয়েছে; যা পরবর্তী সময় সংসদে আলোচনার মাধ্যমে চূড়ান্ত হবে।’’
একই ব্যক্তি সরকারপ্রধান, দলপ্রধান ও সংসদ নেতা হতে পারবেন না— ঐকমত্য কমিশন এ প্রস্তাবে বিএনপি একমত নয় বলেও জানিয়ে-তিনি বলেন, ‘‘আমরা বিষয়টি উন্মুক্ত রাখতে প্রস্তাব দিয়েছি। কারণ, একই ব্যক্তি সরকার প্রধান ও দলীয় প্রধান হতে পারবেন না, এমন চর্চা আমরা দেখি না। দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী একই ব্যক্তি হবেন কিনা, এ সিদ্ধান্ত রাজনৈতিক দলের কাছে থাকা উচিত। ‘সংসদ নেতা’ প্রধানমন্ত্রীর হাতে থাকা সর্বোত্তম মনে করে বিএনপি।’’
তিনি বলেন, ‘‘স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতিক ব্যবহার করা যাবে না- এ ব্যাপারে আমরা একমত হয়েছি। কোনো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে এমপিরা থাকতে পারবে না এবং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রস্তাবেও একমত বিএনপি। সংবিধান সংশোধনীর সব ক্ষেত্রে গণভোটের দরকার নেই। তবে নির্দিষ্ট আর্টিকেল নিয়ে গণভোটের ব্যবস্থা করতে চাইলে সেটা পরবর্তী সংসদে আলোচনা করে করা যেতে পারে। সুপ্রিম কোর্টের বিকেন্দ্রীকরণে সংবিধানের মূল কাঠামোর সাথে সাংঘর্ষিক। তবে কমিশনের সার্কিট বেঞ্চ স্থাপনের সুপারিশ সাথে একমত বিএনপি। অ্যাটর্নি সার্ভিসের বিষয়ে নীতিগতভাবে একমত বিএনপি। তবে সংবিধান নয় আইনের মাধ্যমে করতে হবে।’’
ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ বলেন, ‘‘রাজনৈতিক দলগুলোর ভিন্নমত নিয়ে সংশ্লিষ্ট কমিশনের সঙ্গে আলোচনা শেষে মে মাসের মাঝামাঝি সময় দ্বিতীয় দফার বৈঠক হবে।’’
সারাবাংলা/এজেড/এমপি