Wednesday 05 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তরমুজ চাষে লিজনের ভাগ্য বদল


২৬ জুন ২০১৮ ১১:০১

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

মেহেরপুর: ভাগ্য বদলের আশায় বিদেশে গেলেও খুব একটা ভালো সময় যাচ্ছিল না মেহেরপুরের গাংনী উপজেলার গাঁড়াডোবের সাইদুর রহমান লিজনের। তথ্য প্রযুক্তির বদৌলতে ইন্টারনেট থেকে কৃষিসহ বিভিন্ন ব্যবসা সর্ম্পকে জেনে তার মনে হয়েছে দেশে থেকেই সফলতা আনা সম্ভব। ৭ মাস আগে দক্ষিণ কোরিয়ার প্রবাস জীবন ছেড়ে দেশে ফিরে আসেন লিজন। দেশে এসে ১০ বিঘা জমি লিজ নিয়ে তাইওয়ানের ব্ল্যাক কুইন জাতের তরমুজ চাষ শুরু করেন। মাত্র ৬০ থেকে ৬৫ দিনের এ তরমুজ চাষে বিঘা প্রতি প্রায় ২ লাখ টাকা লাভের আশা করছেন তিনি। উৎপাদন খরচ ধরা হয়েছে মাত্র ৫০ থেকে ৬০ হাজার টাকা। মাচা পদ্ধতিতে এ তরমুজ চাষে ঝড় বৃষ্টিতেও তেমন ক্ষতির ভয় নেই বলে জানিয়েছেন এই তরমুজ চাষি।

বিজ্ঞাপন

সরেজমিনে জানা গেছে, গাংনী উপজেলার গাঁড়াডোব পুড়াপাড়া মাঠে চাষি সাইদুর রহমান লিজন ও আজাদ প্রায় ১০ বিঘা জমিতে চাষ করেছেন স্বল্প মেয়াদী তরমুজ ব্ল্যাক কুইন। বীজ রোপণের মাত্র ৬০-৬৫ দিনের মধ্যে এই তরমুজ বাজারজাত করা সম্ভব।পরম মমতায় কৃষক লিজন, আজাদ ও সাইফুল তাদের তরমুজ ক্ষেতের পরিচর্যা করে চলেছেন। ক্ষেতের নান্দনিকতায় স্বপ্ন দুলছে তাদের। লাভের আশায় দিন গুনছেন এই দুচাষি।

কোরিয়া ফেরত কৃষক লিজন বলেন, বিদেশে খুব একটা ভালো সময় যাচ্ছিল না। এরমধ্যে ইন্টারনেটের মাধ্যমে জানতে পারি ব্ল্যাক কুইন তরমুজের কথা। তাই দেরি না করে দেশে ফিরে এসে ১০ বিঘা জমি লিজ নিয়ে আবাদ শুরু করি। ঢাকার কারওয়ান বাজারের এক ব্যবসায়ীর সাথে কথা হয়েছে। তারা আমাদের তরমুজ ১৬শ’ টাকা মণ দরে ক্রয় করার কথা জানিয়েছেন।

তিনি আরও জানান, ব্ল্যাক কুইন তরমুজ কালো রঙের (তরমুজের ভেতরটা টকটকে লাল)। ৩ থেকে ৫ কেজি ওজনের অত্যন্ত সুমিষ্ট গ্রীষ্মকালীন ফল। শীত ব্যতিত গোটা বছরই এ তরমুজ চাষ করা যায়।

বিজ্ঞাপন

এলাকার উপ সহকারী কৃষি অফিসার আশরাফুজ্জামান জানান, আমি সার্বক্ষণিক তরমুজ ক্ষেতের সঠিক পরিচর্যা করার ব্যাপারে তরমুজ চাষিদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি। এ তরমুজ চাষটি যেহেতু মাচায় হচ্ছে তাই রমজানের বাড়তি আকর্ষণ এ ব্ল্যাক কুইন তরমুজ।

মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. আক্তারুজামান জানান, ব্ল্যাক কুইন জাতের তরমুজ ইতোমধ্যে চুয়াডাঙ্গা জেলায় জনপ্রিয়তা লাভের ধারাবাহিকতায় এখন মেহেরপুরের গাংনী উপজেলায় সম্প্রসারিত হচ্ছে। কৃষকেরা স্বল্প মেয়াদী এই তরমুজ চাষের ব্যাপারে আশাবাদী। ফলে আগামী বছর থেকে এই তরমুজ মেহেরপুরের অনান্য উপজেলাতে সম্প্রসারিত হবে বলে আশা করা যায়।

সারাবাংলা/এমএইচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর