ক্রয় কমিটিতে ৯ প্রস্তাব অনুমোদন
পিপিপি’র আওতায় নির্মিত হবে মাতারবাড়ি ল্যান্ড-বেইজড এলএনজি টার্মিনাল
২২ এপ্রিল ২০২৫ ২০:৩০ | আপডেট: ২২ এপ্রিল ২০২৫ ২০:৩৩
ঢাকা: কক্সবাজারের মাতারবাড়িতে প্রস্তাবিত ল্যান্ড-বেইজড এলএনজি টার্মিনালটি পাবলিক-প্রাইভেট- পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাষ্ট্রায়ত্ত রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড এটি বাস্তবায়ন করবে।
মঙ্গলবার (২২ এপ্রিল) ‘অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি’র সভায় এ সংক্রান্ত একটি প্রস্তাব নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। দেশের বাইরে থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভায় সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি’র সভায় উল্লেখিত একটি মাত্র আলোচ্যসূচি অন্তর্ভূক্ত ছিল। এরপর অনুষ্ঠিত ‘সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি’র বৈঠকে স্পট মার্কেট থেকে এলএনজি কার্গো আমদানিসহ ৯টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
সূত্র জানায়, এলএনজি কার্গোটি সরবরাহ করবে সিঙ্গাপুর ভিত্তিক প্রতিষ্ঠান ‘মেসার্স ভিটল এশিয়া পিটিই লিমিটেড’। এতে ব্যয় হবে বাংলাদেশি মুদ্রায় ৫৯৮ কোটি ৩০ লাখ ৮৯ হাজার টাকা।
বৈঠকে টিসিবি’র জন্য অভ্যন্তরীণ উৎস থেকে ২ কোটি ২০ লাখ লিটার পরিশোধিত পাম অয়েল ক্রয়ের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এটি সরবরাহ করবে ‘শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড’। এতে ব্যয় হবে ৩৫৬ কোটি ৮১ লাখ ৮০ হাজার টাকা।
বৈঠকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক বাস্তবায়নাধীন ‘ডিজিটাল সরকার ও অর্থনীতি শক্তিশালীকরণ’ শীর্ষক প্রকল্পের একটি প্যাকেজ কাজ সম্পাদনে ঠিকাদার নিয়োগের একটি প্রস্তাব অনুমোন দেয়া হয়েছে। এ কাজটি করবে দেশিয় প্রতিষ্ঠান ‘থাকরাল ইনফরমেশন সিস্টেম প্রাইভেট লিমিটেড’। সিডি-ভ্যাট ছাড়া এতে ব্যয় হবে ৫১ লাখ ৬৮ হাজার টাকা।
বৈঠকে কাফকো থেকে ১৫তম লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ক্রয়ের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি মেট্রিক টন সার ৩৯০.৩৭৫ ডলার দরে এতে ব্যয় হবে বাংলাদেশি মুদ্রায় ১৪২ কোটি ৮৭ লাখ ৭২ হাজার টাকা।
বৈঠকে ঘোড়াশাল সার কারখানায় নিরবচ্ছিন্ন উৎপাদন অব্যাহত রাখার লক্ষ্যে জাপানি প্রতিষ্ঠান ‘জেনারেল কন্ট্রাক্টর (জিসি): এমএইচআই’ থেকে দৈনিক উৎপাদন ও রক্ষণাবেক্ষণ কাজে এক বছরের জন্য কারিগরি পরামর্শক সেবা ক্রয়ের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে বাংলাদেশি মুদ্রায় ৭৬ কোটি ৩৪ লাখ টাকা।
বৈঠকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর কর্তৃক বাস্তবায়নাধীন ‘রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট’ এর একটি কাজ সম্পাদনে পরামর্শক নিয়োগের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এ কাজটি পেয়েছে স্পেনের মাদ্রিদের একটি প্রতিষ্ঠান ‘ইপটিসা সার্ভিসেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং’। এর সঙ্গে যৌথভাবে রয়েছে দেশিয় প্রতিষ্ঠান ‘এক্যুয়া কনসালটেন্টস অ্যান্ড এসোসিয়েটস লিমিটেড’, ‘দেব কনসালটেন্টস লিমিটেড’ ও ডিজাইন প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট কনসালটেন্টস লিমিটেড’। এতে ব্যয় হবে ১৭২ কোটি ৮৬ লাখ ৪৯ হাজার টাকা।
বৈঠকে ইফাদ, এডিবি, নেদারল্যান্ড ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে বাস্তবায়নাধীন ‘জলবায়ু ও দুর্যোগ সহনশীল ক্ষুদ্রাকার পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্প (বিশেষ সংশোধন)’ এর একটি প্যাকেজ কাজ সম্পাদনে পরামর্শক নিয়োগের একটি প্রস্তাব অনুমোন দেওয়া হয়েছে। যৌথভাবে এ কাজে পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছে- কানাডার প্রতিষ্ঠান ‘নর্থওয়েস্ট হাইড্রলিক কনসালটেন্টস লিমিটেড’, নেদারল্যান্ডের প্রতিষ্ঠান ‘মেটামেটা রিসার্চ’ ও দেশিয় প্রতিষ্ঠান রিসোর্স প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট কনসালটেন্টস (প্রাইভেট) লিমিটেড’। এতে ব্যয় হবে ১৯৬ কোটি ৯ লাখ ৪৬ হাজার টাকা।
এছাড়া বৈঠকে দুটি প্রকল্পের দুটি পৃথক ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
সারাবাংলা/আরএস