সুনামগঞ্জে বজ্রপাতে শ্রমিক নিহত
২৩ এপ্রিল ২০২৫ ০০:১৩
সুনামগঞ্জ: জেলার দিরাইয়ে বজ্রপাতে ইকবাল হোসেন (৩৫) নামের এক ধানকাটা শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার( ২২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ভরাম হাওরে ধানকাটার সময় বজ্রপাতের কবলে পড়ে তিনি নিহত হন।
এসময় তার সাথে থাকা অন্য শ্রমিকরা তাকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত ডা. নাজিয়া মানালুল ইসলাম তাকে মৃত বলে ঘোষণা করেন।
নিহত ইকবাল হোসেন ভোলা জেলার রসুলপুর উপজেলার রসুলপুর গ্রামের সালা উদ্দিনের ছেলে। তিনি দিরাই পৌর সদরের চন্ডিপুর গ্রামে ধানকাটার শ্রমিক হিসেবে এসেছিলেন।
নিহতের ভগ্নীপতি সচির উদ্দিন বলেন, আমরা ধান কাটতে ছিলাম। এ সময় বৃষ্টি নামতে শুরু করলে আমরা জমি থেকে উঠতে ছিলাম। সেসময় বিকট শব্দে বজ্রপাত হলে তিনি মাটিতে পড়ে যান। অজ্ঞান অবস্থায় তাকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ ছাড়াও এদিন সকালে বজ্রপাতের কবলে পড়ে উপজেলার পৃথক জায়গায় এক কিশোরীসহ আরও তিনজন আহত হয়েছেন। আহতারা হলেন— দিরাই পৌর সদরের চন্ডিপুর গ্রামের হাফেজ মাওলানা হাবিবুর রহমান হাবিব, ভাঙ্গাডহর গ্রামের ইসমাইল মিয়া (৫০), কাদিরপুর গ্রামের সেলিম মিয়ার মেয়ে পাপিয়া আক্তার (১৮)। এরমধ্যে গুরুতর আহত হাবিবুর রহমান হাবিবকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
সারাবাংলা/এইচআই