আ.লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির ৩য় দিনের বিক্ষোভ কর্মসূচি
স্টাফ করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২৫ ০৯:১২ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৫ ১১:৪০
২৩ এপ্রিল ২০২৫ ০৯:১২ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৫ ১১:৪০
ঢাকা: আওয়ামী লীগ নিষিদ্ধ, গণহত্যার বিচার ও সংস্কারের দাবিতে বুধবার (২৩ এপ্রিল) তৃতীয় দিনেও বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন এ তথ্য নিশ্চিত করেছেন।
বুধবার (২৩ এপ্রিল) বিকাল সাড়ে ৪টায় ঢাকায় জাতীয় নাগরিক পার্টি, বৃহত্তর উত্তরা জোন বিক্ষোভ ও মিছিল করবে উত্তরাবিএনএস সেন্টারে। সন্ধ্যা সাতটায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ ও মশাল মিছিল করবে এনসিপি শাহাবাগ জোন।
এর আগে মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল ৫টায় আওয়ামী লীগ নিষিদ্ধ, গণহত্যার বিচার ও সংস্কারের দাবিতে রাজধানীর খামারবাড়ি মোড়ে বিক্ষোভ মিছিল করেছে এনসিপি। সোমবার বিকালে আগামী ১৫ দিনের মধ্যে আইন তৈরি করে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছে এনসিপি।
সারাবাংলা/এফএন/এনজে