মেজর সিনহা হত্যা: ডেথ রেফারেন্স শুনানি আজ
২৩ এপ্রিল ২০২৫ ০৯:২৯ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৫ ১১:৪০
ঢাকা: অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আসামিদের করা আপিল শুনানি বুধবার (২৩ এপ্রিল)।
বুধবার (২৩ এপ্রিল) হাইকোর্টের বিচারপতি মো. মুস্তাফিজুর রহমান ও বিচারপতি সগীর হোসেন লিয়নের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ শুনানি হওয়ার কথা রয়েছে।
আইনজীবী এসএম শাহজাহান বলেন, সিনহা হত্যা মামলায় সাবেক ওসি প্রদীপসহ দুজনের ডেথ রেফারেন্সের শুনানি শুরু হবে। মামলাটি হাইকোর্টের কার্যতালিকায় অগ্রাধিকার ভিত্তিতে রয়েছে।
এর আগে চলতি বছরের ২ জানুয়ারি মামলাটি হাইকোর্টে দ্রুত শুনানির উদ্যোগ নিতে অ্যাটর্নি জেনারেলের কাছে আবেদন করেন সিনহার মা নাসিমা আক্তার। পরে মামলাটি দ্রুত শুনানির আশ্বাস দেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
উল্লেখ্য, ২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া শামলাপুর তল্লাশি চৌকিতে নিহত হন মেজর সিনহা। এ ঘটনায় টেকনাফ থানায় দুটি ও রামু থানায় একটি মামলা করে পুলিশ। সরকারি কাজে বাধা ও মাদক আইনে এসব মামলা হয়। টেকনাফ থানায় করা দুই মামলায় নিহত সিনহার সঙ্গী সাইদুল ইসলাম সিফাতকে আসামি করা হয়। আর মাদক আইনে করা মামলায় সিনহার অপর সঙ্গী শিপ্রা দেবনাথকে আসামি করা হয়।
পরে ২০২০ সালের ৫ আগস্ট কক্সবাজার আদালতে টেকনাফের বাহারছড়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক লিয়াকত আলীকে প্রধান করে ৯ পুলিশ সদস্যের বিরুদ্ধে হত্যা মামলা করেন সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস। মামলায় টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশকে দুই নম্বর আসামি করা হয়।
সারাবাংলা/আরএম/এনজে